ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

আর্ক এশিয়ার পুরস্কার জিতলেন বুয়েটের ইমরান

তাওহীদ হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, নভেম্বর ১২, ২০১৩
আর্ক এশিয়ার পুরস্কার জিতলেন বুয়েটের ইমরান

ঢাকা: এশিয়ার ১৮টি দেশের স্থপতিদের নিয়ে গঠিত সংগঠন `দি আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্ক এশিয়া)-২০১৩ পুরস্কার জিতলেন বুয়েটের শিক্ষার্থী ইমরান।

৬ থেকে ১০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে সংগঠনটির ১৭তম বার্ষিক ফোরাম তাকে পুরস্কৃত করা হয়।

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল `স্পিরিচুয়ালিটি ইন আর্কিটেকচার` এবং `ইমেজ অব দ্য সিটি`।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় ছিল `ইয়ুথ সেন্টার`। সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের কাছে প্রকল্প চাওয়া হয় সেপ্টেম্বরের ২০ তারিখের মধ্যে। জমা পড়েছিল ২১টি প্রকল্প। বাংলাদেশের ছ’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ প্রকল্প জমা দিয়েছিলেন।

মূল প্রতিযোগিতায় পাঠানোর জন্য আর্ক এশিয়ার প্রতিনিধিরা বাছাই করেন বুয়েটের ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষার্থীর নকশা। আর বিচারকদের চূড়ান্ত রায়ে দ্বিতীয় সেরা ডিজাইনারের পুরস্কার জিতে নেন বুয়েটের চতুর্থ বর্ষের ইমরান হাসান।

ইমরান হাসান বলেন, `আমার প্রস্তাবনাটি অভিনব এবং পরিবেশবান্ধব।   ভেঙে ফেলা ভবনের ইট দিয়েই আমার নকশায় স্থাপনা নির্মাণ সম্ভব। রডও লাগবে না। স্থানীয় উপকরণ ও প্রযুক্তির ওপর জোর দেয়া হয়েছে। আর বিশেষ্যত্ব, দেশের জলবায়ুর বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক ঐতিহ্য’।

তবে, পুরুষ্কার পাওয়ার চেয়ে, বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারাই বড় করে দেখছে সবাই। সেখানে সম্মাননা অর্জন আরও অনেক বেশি পাওয়া, বললেন ইমরান।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
কেএইচ/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।