ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

যানজট এড়াতে ভবিষ্যতের যান

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৪, নভেম্বর ১৯, ২০১৩
যানজট এড়াতে ভবিষ্যতের যান

১.এয়ারক্রাফট বা গ্যাস বেলুন নয়, তবু মানুষ উড়বে আকাশে! নিজেই চালাবে নিজের যান। জ্যাম নেই, নেই কোনো ঝামেলা।

ভবিষ্যতে ব্যবহারের এমনই এক যুগোপযোগী যান আবিষ্কার করেছেন নিউজিল্যান্ডের আইডিয়াবাজরা। আইডিয়াবাজ বলার কারণ ব্যাখ্যা করছি পরে।

২.যানটির নাম শিউব। একে বলা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে দ্রুত, কার্যকরী ও পরিচ্ছন্ন ব্যক্তিগত যানবাহন। শিউব মূলত ব্যক্তিগতভাবে চালিত মনোরেল। বাইক ও ট্রেনের মতো এই যান চড়ে আপনি শিহরিত হবেন।

৩. শিউব মানুষচালিত সম্পূর্ণ স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা একটি যান। যানটি চালানোর জন্য আপনাকে অবশ্যই সাইকেলের মতো প্যাডেল করতে হবে এবং উপর দিয়ে একটি মনোরেলের পথ থাকতে হবে।

৪. নিউজিল্যান্ডে তৈরি এই মনোরেলটি বিশ্বের একমাত্র ব্যক্তি মানুষ চালিত মনোরেল পথ। এই যান ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে।

৫. ঝুলন্ত প্লাস্টিক আবরণের এই যানটির মধ্যে আরামদায়ক অবস্থানে আধাশোয়া অবস্থায় প্যাডেল ঘোরানোর ব্যবস্থা আছে। প্যাডেল করার পর এটি চলতে শুরু করে। গিয়ার আছে সাতটি। খুব দ্রুতই এ সাতটি গিয়ার চেঞ্জ করে পৌঁছানো যা সরোচ্চ গতিতে। মেটালে তৈরি ছাদ এবং প্লস্টিকের আবরণ রোদ বৃষ্টি থেকে আপনাকে দূরে রাখবে।
 
৬. ২০১০ সালে গুগুল প্রোজেক্ট ১০১০০ এর আওতায় সারা বিশ্বকে পরিবর্তনের নতুন নতুন আইডিয়া আহ্বান করে। ‘ড্রাইভ ইনোভেশন অব পাবলিক ট্রান্সপোট’ শিরেনামের শিউব আইডিয়াটি স্থান করে সেরা পাঁচ আইডিয়ার মধ্যে। আইডিয়া জমা পড়ে প্রায় দেড় লাখ।

৭. নিউজিল্যান্ডের রোটোউরার অ্যাগ্রোভেঞ্চার পাকে এটি বর্তমানে রয়েছে। নিউজিল্যান্ডের আইডিয়াবাজদের এই আবিষ্কার উন্নয়নে গুগুল দিয়েছে ১০ লাখ ডলার। এটিকে ভাবা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যান।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।