ভালুককে নিয়ে অনেক রহস্যঘেরা গল্প আছে। সেসব গল্পে ভালুক হিংস্র আর রক্তপিপাসু।
ভালুক এতো মিশুক আর চমৎকার বৈশিষ্ট্যের হতে পারে তা জানতে আপনাকে সংবাদের শেষ পর্যন্ত পড়তে হবে।

আজকের ডিজিটাল ক্যামেরা হলেও কথা ছিল। সেই সাদা-কালো আমলের ক্যামেরায় ছবি তুলছে লন্ডন জু’র ভালুকটি। মডেল হিসেবে চেয়ারের বসে এক ছোট শিশু। ভালুকের আলোকচিত্রী হওয়ার ছবিটি ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী বার্ট হার্ডির ছেলে মাইক হার্ডি। মাইক হার্ডিং এ ছবিটি তোলা হয়েছিল ১৯৩৯ সালে।

বাম্পার কারের দুই যাত্রীর আঁতকে উঠেছিলেন, তারা কি ভুল দেখছেন-এমন প্রশ্নও জেগেছিল তাদের মনে। জাগবেই তো, তাদের মতো যে বাম্পার কার চালাচ্ছে দুই ভালুক।

গোসলের আগে অ্যালকোহল জাতীয় পানীয় পান করে গাখানা বুঝি গরম করে নিচ্ছে ভালুকটি।

বক আর ভালুকের মিত্রতা! মাছ খেতে গিয়ে বকের গলায় কাটা বিঁধেছে কিনা সেটিই বুঝি দেখছে এ ভালুকটি।

কিভাবে স্কেটিং করতে হয় সেটির যোগ্য কোচ হতে পারে ভালুকই। এ ছবিটি তারই নমুনা। নদীর পানি জমে বরফ পরিণত হলে সেখানে স্কেটিংয়ে নামেন এক রুশ স্কেটার। ছবিটি ১৯২৫ সালের দিকে তোলা।

নাও, চিয়ারস-এক সঙ্গে পানীয় খেতে বসলে আমরা সবাই বলে থাকি। এ তিন ভালুক সেটিই করেছে। এক সঙ্গে কি যেন পান করছে। ২০ শতকের শুরুর দিকে নিউহ্যাম্পশায়র থেকে তোলা হয় ছবিটি।

এক চুমুকেই বোতল শূন্য, সেটিই বুঝি করে দেখাচ্ছে এ ভালুকটি। ভালুকটির এ কাণ্ড অবাক নয়নে তাকিয়ে দেখছেন উপস্থিতরা।

ভালুক যখন শিল্পী! প্রশিক্ষণপ্রাপ্ত রোজি নামের এ ভালুকটি একটি রেডিও প্রোগ্রামে পারফর্ম করছে।

সাইকেল চালানো কতটা সহজ তা এ দুই ভালুককে না দেখে বোঝা যাবে না। মাথায় ছাতা নিয়ে সাইকেল চালাচ্ছে একটি ভালুক, সাইড কারে বসে আরেকটি ভালুক।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩