ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কার্টুনিস্টদের সংগঠন তৈরি ও প্রথম প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জানুয়ারি ৮, ২০১১
কার্টুনিস্টদের সংগঠন তৈরি ও প্রথম প্রদর্শনী

বাংলাদেশের কার্টুন ও কার্টুনশিল্পীদের জন্য একটি সাধারণ মঞ্চ হিসেবে কাজ করার উদ্দেশ্য নিয়ে  দেশের কার্টুনশিল্পীরা সম্প্রতি গঠন করেছেন ‘বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন’। ইতিমধ্যে এসোসিয়েশনের সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কার্টুনশিল্পের একটি মজুরি তালিকাও প্রণয়ন করা হয়েছে। এই সংগঠন প্রতি বছরে একাধিক কার্টুন প্রদর্শনী করবে। পাশাপাশি বছরের সেরা কার্টুন নিয়ে একটি অনলাইন গ্যালারি ও বই আকারে সেই সংকলনটি প্রকাশ করবে।
    
এরই ধারাবাহিকতায় ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসকাব চত্বরে সংগঠনটি প্রথমবারের মতো কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে। বিষয় ‘ঢাকা’। কার্টুনিস্টরা তাদের তুলিতে তুলে ধরেছেন ঢাকা নিয়ে তাদের বিচিত্র অনুভূতি।

প্রদর্শনীতে বাংলাদেশের পেশাদার-অপেশাদার কার্টুনিস্ট মিলে অংশ নিয়েছেন মোট ৩০ জন। আর কার্টুনের সংখ্যা মোট ৬০। ৯ জানুয়ারি সকাল ১১টায় প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
উপস্থিত থাকবেন রফিকুন নবী, আহসান হাবীব, শিশির ভট্টাচার্য্য, আসিফুল হুদা ও শাহরিয়ার খান।

উদ্বোধনের পর এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ সময় ২০২০, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।