‘বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতিক গৌরব ও উজ্জ্বল মুক্তিযুদ্ধের কথা বিশ্বদরবারে তুলে ধরা প্রয়োজন, যা বিশ্বে আমাদের জাতির সুনাম বৃদ্ধি করবে। ’ ৮ জানুয়ারি শনিবার সকালে ধানমন্ডির ডাব্লিউবিবি ট্রাস্ট অডিটরিয়ামে বাংলাদেশ সাইকেল ট্যুরিস্টস দলের সাইকেলে বিশ্বভ্রমণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ কথা বলেন।
বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজের দেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ জরুরি। সাইকেলের মাধ্যমে দেশকে জানা এবং দেশের ঐতিহ্যকে বিশ্বদরবারের তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম দেশের সুনাম বৃদ্ধি ও পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনজেলা চৌধুরী, দিলীপ চৌধুরী, খন্দকার আহমেদ আলী, মাহদী হাসান সরদার- এ চার তরুণ সাইকেলিস্টের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সাইকেল ট্যুরিস্টস দলটি ইতিমধ্যে বাংলাদেশের ৬৪টি জেলার প্রায় ৫ হাজার কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে বিশ্বভ্রমণে বের হচ্ছে। প্রতিনিধি দল মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের পর্যটনের স্থান এবং বিভিন্ন ঐতিহ্যের তথ্য বহন করবে। প্রতিনিধিদলটি ভ্রমণকালের বিভিন্ন দেশের প্রেসকাব, সংবাদ সংস্থার কার্যালয় পরিভ্রমণ করবে এবং মুক্তিযুক্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এছাড়া দলটি বিশ্বে বিভিন্ন দেশের জাদুঘরে যাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য বিনিময় করবে। www.tourbangla.com এই ওয়েব সাইটে দলটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ২৩০০, জানুয়ারি ৮, ২০১১