ঘটনা
১৬১৩ সালে মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
১৬৯৩ সালে ইতালির কাতনিয়ায় ভূমিকম্পে ষাট হাজার লোকের মৃত্যু হয়।
১৭৮২ সালে সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
১৮৪৬ সালে নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
ব্যক্তি
১৭৬২ সালে ফরাসি ভাস্কর লুই ফ্রাঁসোয়া রুবিইয়কের মৃত্যু।
১৮৭৩ সালে হিব্রু কবি হাইম বিয়ালিকের জন্ম।
১৯২৮ সালে ইংরেজ কথাসাহিত্যিক টমাস হার্ডির মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, জানুয়ারি ১১, ২০১১