ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বর্ষবরণেও পর্যটকশূন্য বান্দরবান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২২, ডিসেম্বর ৩১, ২০১৩
বর্ষবরণেও পর্যটকশূন্য বান্দরবান!

বান্দরবান: পুরোনো বছরের বিদায় আর নতুন বছরের আগমনকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে পাহাড়, ঝরনা আর মেঘের শহর বান্দরবান। তবে সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধের কারণে বান্দরবানের পর্যটক স্পটগুলো এবার জনশূন্যই বলা চলে।



ফলে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।
Bandorban
বান্দরবানের শৈলপ্রপাতের হস্তশিল্প পণ্য ব্যবসায়ী দৌলিয়ান বম বাংলানিউজকে বলেন, ঘুরতে আসা পর্যটকদের কাছে বিক্রি করবো বলে শীতের চাদর, মাফলার, কম্বলসহ নানা ধরনের হাতে বোনা শো-পিস তৈরি করে দোকানে সাজিয়ে রেখেছি। অনেক দিন ধরে ক্রেতা নেই। তাই অলস সময় কাটাচ্ছি।

বান্দরবানের শৈলপ্রপাত এলাকায় শীত মৌসুমে স্থানীয় বম সম্প্রদায়ের নারী-পুরুষরা নিজেদের হাতে বোনা বিভিন্ন তাঁত বস্ত্র ও ঘর সাজানোর পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন।
Bandorban-
কিন্তু এ বছর রাজনৈতিক সহিংসতায় পর্যটকদের আগমন ঘটেনি। এ কারণে এখানকার পর্যটনকেন্দ্রিক স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের তৈরি করা জিনিস বিক্রি করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন।

বান্দরবানের শৈলপ্রপাত ছাড়াও মিলনছড়ি, চিম্বুক, নীলগিরি পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় আদিবাসী বম সম্প্রদায়ের হাতে তৈরি বিভিন্ন তৈজসপত্রের ব্যবসা প্রতিষ্ঠান।

বিশেষ করে শৈলপ্রপাতের প্রায় শতাধিক পরিবারের জীবিকা নির্বাহে এ হস্তশিল্প ব্যবসা গুরুত্বপূর্ণ অবদান রাখে ।
Bandorban-320
ফারুক পাড়ার স্থানীয় লুসাই সম্প্রদায়ের ধর্মীয় নেতা লালচুংনুং লুসাই বাংলানিউজকে বলেন, এখানকার বাসিন্দারা মূলত পর্যটন শিল্পকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। এ বছর পর্যটকদের আগমন নেই বলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। অতি কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
 
বান্দরবান পর্যটন মোটেলের ব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, প্রতি বছর এ সময়টাতে আমাদের অনেক ব্যস্ততা থাকে। কিন্তু চলতি বছরের প্রায় প্রত্যেকটি মাসেই আমাদের লোকসান গুণতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদেরকে ব্যবসা গুটিয়ে দিতে হবে।
Bandorban-420
বান্দরবান শহরের আবাসিক হোটেল ফোর স্টার- এর পরিচালক মানিক চৌধুরী বলেন, গত কয়েক মাস ধরে কর্মচারীদের বেতন দিতে না পারায় অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন। শীতের সময়টার অপেক্ষায় ছিলাম। কিন্তু রাজনৈতিক কারণে মনে হচ্ছে সামনের দিনগুলোও ভালো যাবে না।

মেঘলা পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া না গেলে বান্দরবানসহ দেশের পর্যটন শিল্পে ধস নামবে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।