ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নিউইয়ার উদযাপনের অদ্ভুত যত আয়োজন

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, ডিসেম্বর ৩১, ২০১৩
নিউইয়ার উদযাপনের অদ্ভুত যত আয়োজন

ইংরেজি নববর্ষ নিয়ে বিশ্বব্যাপী আয়োজন-উৎসবের শেষ নেই। পশ্চিমা দেশগুলোতে অনেক আগে থেকেই শুরু হয় নতুন বছর বরণের প্রস্তুতি।

বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে উদযাপিত হয় ইংরেজি নববর্ষ। বর্ষবরণের ক্ষেত্রে কিছু দেশের রয়েছে একদমই অন্যরকম রীতি-নীতি। তার মধ্যে কিছু আবার সত্যিই অদ্ভুত। নববর্ষ উদযাপনে কিছু দেশের সেরকম কিছু অদ্ভুত সংস্কৃতি নিয়ে এই আয়োজন।
spain20
 
স্পেন:
স্পেনের মানুষও একটু ভিন্নভাবে শুরু করে নতুন বছর বরণের আয়োজন। ৩১ ডিসেম্বর রাত বারোটা বাজার আগেই মাদ্রিদের প্লাজা ডি স্পানাতে জড়ো হয় অসংখ্য মানুষ। তারপর বছরের শেষ ১২ সেকেন্ড, অর্থাৎ বারোটা বাজার আগের শেষ বারো সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটি করে আঙুর খাওয়া হয়। এভাবেই নতুন বছরকে বরণ করে নেয় স্প্যানিশরা।
estonia2

এস্তোনিয়া:
এস্তোনিয়ায় ১ জানুয়ারি “সেভেন মিলস” বা সাতটা মিল বা ভোজ খাওয়া হয়। সেখানকার মানুষের মতে কেউ যদি নববর্ষের দিন ৭-১২টি ভোজ খেতে পারে, তাহলে সারা বছর তার খাবারের অভাব হবে না। পাশাপাশি সাতখানা ভোজ খাওয়াকে কারো শরীরে সাতজন মানুষের শক্তির প্রতীক হিসেবেও দেখা হয়।
ecuador2

ইকুয়েডর:
অতীতকে পুড়িয়ে দিয়ে নতুন বছরে নতুন পথচলা শুরু করে ইকুয়েডরের অধিবাসীরা। তারা আগের বছরের সব ভুল-ভ্রান্তি, দুঃখ-কষ্ট, ব্যর্থতা সহ যা কিছু খারাপ- সব কাগজে লেখে। এরপর কেউ কেউ সেই কাগজ ময়লার ঝুড়িতে ফেলে দেয়, কেউবা পুড়িয়ে দেয়। তবে নতুন বছরে কাকতাড়ুয়া পুড়িয়ে দুর্ভাগ্য তাড়ানো ইকুয়েডরে সবচেয়ে বেশি প্রচলিত।  
denmark2

ডেনমার্ক:
সারা বছর পুরনো বাসন নববর্ষের জন্য যত্ন করে জমিয়ে রাখেন ডেনমার্কের অধিবাসীরা। নতুন বছরের প্রথম দিনে পারিবারিক বন্ধুদের বাড়ির সামনের সিঁড়িতে সেসব বাসন ছোড়া হয়। তাদের মতে যার বাড়ির সামনে যত বেশি বাসন পড়ে থাকবে, তার তত বেশি বন্ধু আছে।
belarush20

বেলারুশ:
বেলারুশে নতুন বছর বরণ করতে যেসব আয়োজন করা হয় তার মধ্যে আছে অবিবাহিত মেয়েদের জন্য এক মজার খেলা। কয়েকজন কুমারী মেয়েকে পাশাপাশি বসিয়ে তাদের সামনে শস্যদানা ভর্তি পাত্র রাখা হয়। সেখানে ছেড়ে দেওয়া হয় একটি মোরগ। সে মোরগ সবার আগে যার সামনে রাখা পাত্র থেকে শস্য খাবে, তার আগে বিয়ে হবে- এমনটাই মনে করা হয়।

এছাড়া বিবাহিত নারীরা তাদের অবিবাহিত বান্ধবীদের জন্য বাড়ির আশেপাশে বিভিন্ন জিনিস লুকিয়ে রাখেন যেগুলো সেই বান্ধবীদের খুঁজে বের করতে হয়। প্রতিটি জিনিসের আবার আলাদা মানে আছে। যদি কেউ আংটি খুঁজে পায়, তার মানে তার সঙ্গে কোনো সুদর্শন পুরুষের বিয়ে হবে। কেউ যদি পায় পাউরুটি, তবে তার সঙ্গে বিয়ে হবে ধনী পুরুষের।
chili20

চিলি:
চিলির লোকজন পরিবারের সবার সঙ্গে নতুন বছর উদযাপন করে। এই “সবার” মধ্যে থাকে মৃত ব্যক্তিরাও। নিউইয়ার ইভ বা ৩১ ডিসেম্বর রাতে কবরস্থানে প্রতিটি কবরের পাশে রাখা হয় একটি করে চেয়ার। কবরগুলোতে ফুল দিয়ে প্রিয়জনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও জানানো হয়।

এভাবেই বিভিন্ন দেশে ইংরেজি নতুন বছর উদযাপন করা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।