ঢাকা: ১৯৪৭ সাল। উত্তপ্ত সময়।
২০১৪ সাল। স্বাধীন বাংলাদেশের ৪৩ বছর। দেশ এগিয়েছে অনেক। মাঝে রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা। তবু সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন প্রতিটি বাঙালির চোখে।
৬৭ বছরের ব্যবধানে দুটি বছর আমাদের দাঁড় করিয়েছে আরেক ঐতিহাসিক সত্যের ম্যাজিক্যাল ফিগারে। মাস, দিন, বারের হিসাবে এ দুই বছরের ক্যালেন্ডারের কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু সালের। ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় তার প্রমাণ হলো আরেকবার। একথা সাধারণ মানুষের। তবে জ্যোতির্বিদরা বলছেন অন্য কথা।
১৯৪৭ পাক-ভারত উপমহাদেশে ঐতিহাসিকভাবে ছিল গুরুত্বপূর্ণ। আলোচিতও বটে। সে বিবেচনায় ২০১৪ সালের ক্যালেন্ডারের সঙ্গে ১৯৪৭ সালের ক্যালেন্ডার মিলে যাওয়ায় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিচার-বিশ্লেষণ।
জ্যোতির্বিদদের মতে, প্রত্যেক বছরেরই প্রথম ও শেষ দিন একই বারে হয়। যেমন ২০১৩ সাল শুরু হয়েছিল মঙ্গলবার, শেষও হয়েছে মঙ্গলবার। সে ক্ষেত্রে পরের বছর ২০১৪ শুরু হবে বুধবার। এভাবে প্রতিটি বছরের ক্ষেত্রে শুরুর দিন বার অনুযায়ী এক দিন করে এগিয়ে যায়। কিন্তু মাঝখানে যদি লিপ-ইয়ার (যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়, সে বছরের প্রথম দিনটি আগের বছরের প্রথম দিনের তুলনায় বার হিসেবে এক দিনের বদলে দু’দিন এগিয়ে যায়। এ হিসাবের ভিত্তিতেই কোনো নন-লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস ২৮ দিনের )ক্যালেন্ডার ১১ বছর, ১১ বছর ও ৬ বছরের ব্যবধানে হুবহু এক হয়ে থাকে। লিপ ইয়ারের ক্ষেত্রে ক্যালেন্ডারের এই মিল খুঁজে পাওয়া যায় ২৮ বছর অন্তর।
১৯৪৭ সাল যেহেতু নন-লিপ ইয়ার, তাই এ বছরের ক্যালেন্ডার ১১ বছর পর ১৯৫৮ সালে, তারও ১১ বছর পর ১৯৬৯ সালে এবং আরও ৬ বছর পর ১৯৭৫ সালে হুবহু এক হয়েছিল।
একই যুক্তিতে এর আগের ২০০৩ সালের ক্যালেন্ডারও ১৯৪৭ সালের ক্যালেন্ডারের প্রতিরূপ। এর ১১ বছর পর ২০১৪ সালেও একই ঘটনার পুরাবৃত্তি হলো। আর তার ১১ বছর পর অর্থাৎ ২০২৫ সালে সেই একই ক্যালেন্ডারের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ দিন তারিখ ও মাসের হিসেবে একই হবে। বিশেষ করে ২০১৪ সালের পর আর ২০২৫ সালের দিন তারিখ একই হবে। এছাড়া ২০৪২ সাল, ২০৫৩ সাল, ২০৫৯ সাল, ২০৭০ সাল, ২০৮১ সাল, ২০৮৭ সাল, ২০৯৮ সাল, ২১১০ সাল, ২১২১ সাল এবং ২১২৭ সালের ক্যালেন্ডারের দিন তারিখও একই হবে। তবে ক্যালেন্ডারের এই মিলের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক ব্যাখ্যা ছাড়া আর কিছুর মিল খুঁজে পাচ্ছেন না।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, লিপ ইয়ারের সংখ্যার ওপর নির্ভর করেই ঘুরে ফিরে আসে একই ক্যালেন্ডার। আর সেভাবে দেখতে গেলে প্রতিটি বছরের ক্যালেন্ডারই আগের কোনো না কোনো বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি। ১৯৪৭ সালের সঙ্গে ২০১৪ সালের এই মিল নিয়ে মানুষের জল্পনার কোনো মানেই হয় না। এই গুজব অনেকটাই মায়া ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার গুজবের মতোই।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর