বাইসাইকেল, এখন তারুণ্যের ক্রেজ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই প্রাচীন দ্বিচক্র যানটি।

টানা অবরোধের কারণে এই কিশোররা সাইকেল নিয়ে মেতেছে দুরন্তপনায়। আগে ফাঁকা রাস্তা পেলে যেখানে ব্যাট বল নিয়ে খেলায় মেতে উঠতো, সেখানে এখন মেতেছে সাইকেল নিয়ে শারীরিক কসরতে।

বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের প্রথম পছন্দ এখন সাইকেল। ব্যবসায়ীরাও এ সুযোগে বিদেশ থেকে আনছেন বৈচিত্র্যময় ডিজাইন আর নানা সুযোগ-সুবিধা যুক্ত সব সাইকেল। দামও নেহাৎ কম নয়। ৫ হাজার থেকে দেড় লাখ টাকা দামের সাইকেলও এখন পাওয়া যাচ্ছে ঢাকা শহরে।

এক চাকায় সাইকেল চালানোর সুযোগ খুব বেশি পাওয়া যায় না। আর ঢাকা শহরে সেটা অনেকটা অসম্ভব। দুই কিশোর সুযোগ পেয়ে নিজেদের আরেকবার প্রমাণ করছে। ভাবখানা এমন- ‘আমরাও পারি’।

অন্যদের প্রদর্শন শেষ,এবার নিজের পালা। এই কিশোর দুরন্ত গতি থেকে শূন্যে ভাসিয়ে দিলো চাকা। তাতে কিন্তু একটুও ব্যালান্স হারায়নি সে।

কোনো সারকাস চলছে না এখানে! সবাই সাধারণ আমোদপ্রিয় কিশোর। অবরোধে স্কুল ছুটি। ফাঁকা রাস্তা। এই সুযোগে শেষ পর্যন্ত দু’হাত ছেড়ে, সাইকেলের উপরে দাঁড়িয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কসরৎ দেখাতেও ভয় পেলো না এই কিশোর। এক মুহূর্তে মনে হবে, কৈশোর সত্যি এই কিশোরের মতোই দুরন্ত।

টানা অবরোধ কাম্য নয় কারো। তবু অবরোধ সাময়িক মুক্ত স্বাধীনতা দিয়েছে এই কিশোরদের। হাতিরঝিলের বেগুনবাড়িতে তাই এভাবেই সময় কাটছে এসব দুরন্ত কিশোরের।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি, ২০১৪
এএ/এসএটি