ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

আজব ‘সেলফি’ অলিম্পিক!

জাকারিয়া খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, জানুয়ারি ১১, ২০১৪
আজব ‘সেলফি’ অলিম্পিক!

ঢাকা: নতুন বছরের সপ্তাহ পার না হতেই শুরু হয়েছে ‘সেলফি অলিম্পিক’ নামে অদ্ভুত এক প্রতিযোগিতা। শুরুর ৩ দিনের মাথায়ই ভার্চুয়াল জগতের টিন এজারদের মধ্যে আলোড়ন তুলেছে এই প্রতিযোগিতা।



সেলফি! এটা আবার কী? ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পাওয়া একটি শব্দ ‘সেলফি’। যা সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামেরা দিয়ে ধারণকৃত এবং সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে আপলোড করা ছবি বোঝাতে ব্যবহৃত হয়।

অদ্ভুত এ অলিম্পিকের শুরু থেকেই নতুন নতুন ভঙ্গিতে ‘পোজ’ দিয়ে সেলফি আপলোডে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। কার চেয়ে কে বেশি ঝুঁকিপূর্ণ ও নতুন আইডিয়ার সেলফি দিতে পারে, অংশগ্রহণকারী টিন এজারদের এখন মূল ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটিই।

ফেসবুক, ইনস্টগ্রাম (ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগ সাইট) এবং টুইটারে পেজ খুলে এ যাবতকালের সবচেয়ে অপ্রচলিত ধরনের ছবি পোস্ট করতে আহ্বান জানানো হচ্ছে।

নিউইয়র্কভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সাইট ‘বিজনেস ইনসাইডার’র এক প্রতিবেদন মতে, ৪ জানুয়ারি সকালে ফেসবুকে খোলা এ ধরনের এক পেজে ইতোমধ্যেই ৩০ হাজার লাইক ও ২৮ হাজার ছবি জমা পড়েছে।

শূন্যে ভাসমান আইফোনে ছবি ধারণের চিত্র, বয়স্ক বডি বিল্ডারের ‘সিক্সপ্যাক’ ছবি কিংবা মাথায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকা, কী নেই ছবিগুলোতে? তবে সবকিছু শেষে বলতেই হবে ‘ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম’।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ‘সেলফি’র কিছু ছবি।

Selfi-12

তরুণ-তরুণীদের পাশাপাশি সেলফি’তে পোজ দেওয়ায় পিছিয়ে নেই বয়স্করাও।

Selfi-22

কখনো শূন্যে ভাসছে আইফোন! আবার কখনো পোজ-দাতা নিজেই নিজের চেয়ে আকৃতিতে অনেক ছোট সাইকেল নিয়ে ভাসছেন!

Selfi-32

বিস্ময়কর ডিগবাজি! আরামদায়ক ঘুম!

Selfi-420

নিজের প্রতিকৃতি হাতে নিজেরই তোলা এক ছবি পোস্টের পাশাপাশি চলছে দাঁত ব্রাঁশ ও ছবি তোলার কাজ।

Selfi-52

চলছে নানা ধরনের কসরত। পা দিয়ে তোলা হচ্ছে ছবি তোলা।

Selfi-6

ছাতা মাথায় দিয়ে পা দিয়েই ছবি তোলা হচ্ছে, সঙ্গে পড়া হচ্ছে বই। আরেক দিকে চলছে নতুন ধারায় কাপড় ইস্ত্রি করার কাজ!

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।