ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রাণের সখা প্রাণীগুলো

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, জানুয়ারি ১৮, ২০১৪
প্রাণের সখা প্রাণীগুলো

মিষ্টি দুটি শিশু। একজনের বয়স দুই, একজনের পাঁচ।

প্রকৃতির সঙ্গেই তাদের বেড়ে ওঠা। শুধু প্রকৃতি বললে ভুল হবে। কারণ প্রকৃতির মায়াবী প্রাণীগুলোর সঙ্গে দারুণ সখ্যতা তাদের। বলা যায় সবচেয়ে ভালো বন্ধুও। যে মা এমনভাবে শিশুকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছেন, তিনি কিন্তু ভোলেন নি চমৎকার মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখতে।

Phito-12

দুই বছর বয়সী ভায়ানা শিমুলোভা তাদের প্রিয় খরগোশের সঙ্গে খেলতে খেলতে স্থির চোখে চোখ রেখে তাকিয়ে।

Phito-220

এই অসাধারণ ছবিগুলো তুলেছেন রাশিয়ান শখের ফটোগ্রাফার এলিনা শুমিলোভা। সুন্দর এ পৃথিবীর মনোলোভা প্রকৃতির প্রাকৃতিক রং, আবহাওয়া ও চারপাশের উপকরণের সুবিধা নিয়ে বিশ্বব্যাপী সাড়া জাগানো এ ছবিগুলো তুলেছেন তিনি। ছবিগুলোর মডেল ছোট্ট দুই ভাই ও তাদের বন্ধু কুকুর, বিড়াল, হাঁসের বাচ্চা ও খরগোশ!

Phito-32

গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছবিগুলো অপ্রত্যাশিত সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। ছবিগুলো তুলেছেন কিন্তু বাচ্চা দুটির মা। প্রিয় পোষা প্রাণীগুলোর দৌড়াদৌড়ি করে খেলতে খেলতেই তোলা ছবিগুলো। খামারের হাঁসের ছানার সঙ্গে ভায়ানার পাঁচবছর বয়সী ভাই ইয়ারোসলাভের অসাধারণ একটি মুহূর্ত।

Phito-42

এ প্রসঙ্গে এলিনা পান্ডা ম্যাগাজিনকে বলেন, আমি ছবিগুলো যখন ফ্রেমে সাজাই তখন আমি আমার আবেগ ও অনুপ্রেরণায় বিশ্বাস রাখি। আমি যা অনুভব করি তা অনুপ্রেরণায় প্রকাশ করতে ভালোবাসি।  

Phito-52

গ্রাম্য পরিবেশে ফার্মহাউজ, প্রাকৃতিক আবহাওয়া, ঋতু পরিবর্তন ছিল তার কাজের উদ্দীপনার উৎস। জানান, পান্ডা ম্যাগাজিনকে।

Phito-62

এলিনা বলেন, যখন আমি ফটোশুট করি তখন প্রকৃতির আলো ব্যবহার করেছি-সেটা ঘরের ভেতরে-বাইরে সমানভাবে।

Phito-72

আমি প্রতিটি স্ন্যাপ নিতে আলোর পরিস্থিতিকে প্রাধান্য দেই-রাস্তার আলো, মোমবাতির আলো, কুয়াশা, তুষার, ধোঁয়া এবং বৃষ্টি- সবই প্রকৃত আবেগী তাৎপর্য তুলে ধরে ছবিগুলোর। বলেন, এলিনা।

Phito-82

শিমুলোভা আরও জানান, ২০১২ সালে তিনি প্রথম ক্যামেরা ধরেন। তিনি তার সন্তানদের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত সারাদিন ক্যামেরাবন্দি করে রাতে সেগুলো এডিট করেন। কোনো সুন্দর মুহূর্তকে তিনি হারাতে চান না।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।