মোবাইল ছোড়া প্রতিযোগিতা, কাদাদৌড় প্রতিযোগিতার কথা আমরা আগেই জেনেছি। জানি ঘোড়দৌড় সম্পর্কেও।

অদ্ভুত এই প্রতিযোগিতাটি শুরু হয়েছে কিন্তু বেশ আগে। ১৯৭০ সালে সুইডেনে প্রথম র্যাবিট হোপিং নামে এ প্রতিযোগিতা শুরু হয়। একদল সৌখিন খরগোশ পালক খেয়ালের বশে এ প্রতিযোগিতা শুরু করন। কিন্তু পরে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় ও প্রশসংসিত হয়।

প্রতিযোগিতার সময় খরগোশগুলো নিয়ন্ত্রিত হয় তাদের মালিকদের মাধ্যমে। গলায় বাঁধা থাকে রশি। আর দৌড়ানোর পথে থাকে অনেকগুলো বাধা। সেগুলো অতিক্রম করে তবেই লক্ষ্যে পৌঁছুতে হয়। এটাকে বলা যায় ঘোড়দৌড়ের ক্ষুদ্র সংস্করণ।

প্রতিযোগিতার আবার চারটি ভাগ আছে। সোজা পথ, বাঁকা পথ, উচ্চপথ ও দীর্ঘলাফের পথ। খরশোগের এই অসাধারণ অ্যাথলেটিক পারফরমেন্স আপনি দেখতে পাবেন সুইডেন, ডেনমার্ক, জাপান, নরওয়ে, ইংল্যান্ডে।

এই প্রতিযোগিতার জন্য ছোট বয়স থেকেই খরগোশগুলোকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হয়। প্রথমেই প্রশিক্ষক খরগোশগুলোকে গলায় রশি বা শিকল পরানোর ভীতি দূর করেন। তারপর ক্রমে অভ্যস্ত ও দক্ষ হয়ে ওঠে তারা।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪