ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

পর্যটকদের আগমনে সরব বান্দরবান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, জানুয়ারি ২৬, ২০১৪
পর্যটকদের আগমনে সরব বান্দরবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: দেশের রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল হওয়ায় পর্যটকদের আগমনে আবার সরব হয়ে উঠছে পর্যটন নগরী বান্দরবান।

দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছিল বান্দরবান।


 
ঝর্ণা, পাহাড় আর মেঘের শহর বান্দরবান দীর্ঘ সময় ধরে পযর্টক শূন্য থাকলেও বর্তমানে বান্দরবানের পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় সরব হয়ে উঠেছে।

শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে বান্দরবানের নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, শৈল প্রপাতসহ বিভিন্ন স্পটে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষ্য করার মতো।

গাজীপুর থেকে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আইয়ুব খন্দকার বলেন, প্রতি বছর বন্ধুরা মিলে দেশের কোথাও না কোথাও ভ্রমণে বের হই। কিন্তু গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতেই রাজনৈতিক সহিংসতার কারণে আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম। এখন দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে। তাই আমরা বান্দরবান ভ্রমণে এসেছি।  

বান্দরবানের শৈল প্রপাত এলাকার হস্তশিল্প ব্যবসায়ী দৌলিয়ান বম জানান, অনেকদিন পর পর্যটকদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। বেচা-বিক্রিও আস্তে আস্তে বাড়ছে। কয়েকদিন ধরে এখানে অনেক লোকজনের আগমন ঘটছে।

মেঘলা পর্যটন কমপ্লেক্সের পরিচালক শহীদুল আলম বাংলানিউজকে জানান, এতোদিন রাজনৈতিক পরিস্থিতি প্রতিকুলে থাকায় পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে দেশের পরিস্থিতি শান্ত রয়েছে। আশা করি আগামী মাস থেকে পর্যটক আরো বাড়বে। শুক্র ও শনিবার অনেক পর্যটক এসেছে আমাদের এখানে।

বান্দরবান পর্যটন মোটেলের পরিচালক হুমায়ুন কবির জানান, গত ক’দিন ধরে পর্যটক আসতে শুরু করায় আমাদের ব্যস্ততা বেড়েছে। কর্মচারীরাও খুশি। আশা করছি দেশের বর্তমান পরিস্থিতি চলমান থাকলে আমাদের এতোদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।

পরিবহন শ্রমিক বাবুল হোসেন জানান, আস্তে আস্তে পর্যটক বাড়ছে বান্দরবানে। ক’দিন ধরে আমরা ভালো আয় করতে পারছি। আশা করছি আমাদের উপার্জন আরো বাড়বে।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার পর্যটকদের পদচারণায় মুখরিত হচ্ছে পর্যটন নগরী বান্দরবান।

দেশের পরিস্থিতি এরকম শান্ত থাকলে পর্যটন খাত যে ক্ষতির সম্মুখিন হয়েছিল তা কাটিয়ে উঠতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।