ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সবচেয়ে সুন্দর ১০ দুর্গ

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ফেব্রুয়ারি ১০, ২০১৪
সবচেয়ে সুন্দর ১০ দুর্গ

বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রাচীন দুর্গ। সেগুলো দেখতে নানা জায়গা থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক।

পর্যটকদের কাছে জনপ্রিয় ও বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি দুর্গ নিয়ে এ আয়োজন।

মন্ট সেইন্ট মিকেল ক্যাসল
ফ্রান্সের নরম্যান্ডির পাথুরে দ্বীপ মন্ট সেইন্ট মিকেলে অবস্থিত এ দুর্গ। এ দ্বীপের জনসংখ্যা খুব কম, কিন্তু প্রতি বছর ৩ মিলিয়নের বেশি পর্যটক এখানে আসেন। জায়গাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

নেউসচওয়ানস্টেইন ক্যাসল
জার্মানির বাভারিয়ায় অবস্থিত ১৯ শতকের এই দুর্গ। এর দাঁতভাঙা নামটি মূলত ‘নিউ সোয়ানস্টোন ক্যাসল’ এর জার্মান নাম। প্রতি বছর ১.৩ মিলিয়নের বেশি পর্যটক এখানে আসেন।

হোহেনস্যালজবার্গ ক্যাসল
হোহেনস্যালজবার্গ- কথাটি ‘হাই স্যালজবার্গ ফোরট্রেস’ এর জার্মান। দুর্গটি অস্ট্রিয়ার স্যালজবার্গের একটি পর্বতের চূড়ায় অবস্থিত। এটি নির্মাণ করা হয়েছিল ১১ শতকে এবং এর বিস্তৃতি হয়েছিল ১৪ শতকে। এটি ইউরোপের একটি অন্যতম প্রাচীন দুর্গ।

কনওয়াই ক্যাসল
কনওয়াই ক্যাসল অবস্থিত যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণ উপকূলে। ১৩ শতকে ওয়েলস জয় করার পর এডওয়ার্ড এটি নির্মাণ করেন।

কিলকেনি ক্যাসল
কিলকেনি ক্যাসল অবস্থিত আয়ারল্যান্ডের কিলকেনিতে। ১১৯৫ সালে উইলিয়াম মার্শাল এটি তৈরি করেন। পর্যটকদের কাছে দুর্গটি খুব জনপ্রিয়।

প্রাগ ক্যাসল
চেক রিপাবলিকের প্রাগে অবস্থিত প্রাগ ক্যাসল। নবম শতাব্দীতে এর নির্মাণকাজ শুরু হয়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন দুর্গ। দৈর্ঘ্য ৫৭০ মিটার ও প্রস্থ ১৩০ মিটার।


বডিয়াম ক্যাসল
বডিয়াম ক্যাসল অবস্থিত ইংল্যান্ডের পূর্ব সাসেক্সে। ১৩৮৫ সালে স্যার এডওয়ার্ড ড্যালিংগ্রিগ এটি নির্মাণ করেন।

উইন্ডসর ক্যাসল
উইন্ডসর ক্যাসল অবস্থিত ইংল্যান্ডের বার্কশায়ারের উইন্ডসরে। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে এর সম্পৃক্ততা দীর্ঘ সময়ের। প্রায় ৫০০ লোক এখানে বসবাস করেন ও কাজ করেন।

মিরান্ডা ক্যাসল
মিরান্ডা ক্যাসল বেলজিয়ামের আরডেনেস অঞ্চলে অবস্থিত। এটি ১৯ শতকে নির্মিত একটি দুর্গ। ১৮৬৬ সালে এটি নির্মাণ করা হয়।

অ্যালকাজার অব সেগোভিয়া
সেগোভিয়ার দুর্গ কথাটির স্প্যানিশ অ্যালকাজার অব সেগোভিয়া। স্পেনের সেগোভিয়ায় এট অবস্থিত। পাথুরে পাহাড়ের উপরে নির্মিত হয়েছে এই পাথুরে দুর্গ। দ্বাদশ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।