ঢাকা: প্রায় ২৩২ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডায়নোসরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে কাঠবিড়ালটি। মনে প্রশ্ন আসে, এত বড় হিংস্র প্রাণীর (ডায়নোসর) সঙ্গে কীভাবে ক্ষুদ্রাকৃতির প্রাণীর যুদ্ধ হয়।
বাস্তবে বিষয়টি সম্ভব না হলেও ছবি দেখে এমনটিই মনে হচ্ছে। ছবির কাঠবিড়ালটি বাস্তব হলেও ডায়নোসরটি কিন্তু প্লাস্টিকের রেপ্লিকা মাত্র!
প্রথমে ভয় পেলেও শেষ পর্যন্ত ভয় কাটিয়ে ডায়নোসরের ঘাড়ে উঠে বসে কাঠবিড়ালিটি। নিজের অজান্তেই এক সময় দুনিয়া কাঁপানো প্রাণীটির ঘাড়ে উঠতে সক্ষম হয়েছে সে।
যত বড় বীর হওনা কেন আমি তোমাকে ভয় পাই না। এবার হয়ে যাক সামনা-সামনি যুদ্ধ। দেখা যাক কে জয়লাভ করে?
ক্ষোভ সামলাতে না পেরে ডায়নোসরের মুখ কামড়াতে শুরু করে কাঠবিড়ালিটি। যেন যুদ্ধে হেরে আত্মরক্ষার আপ্রাণ চেষ্টা।
জিনিসটি আসল না নকল? চোয়াল দিয়ে কামড়িয়ে তাই পরীক্ষা করছে কাঠবিড়ালিটি।
এত কিছু করলাম তারপরও চুপ। বিষয়টা কি, কাছে গিয়ে দেখা যাক।
৫১ বছর বয়সী চিত্রগ্রাহক ম্যাক্স ইলিয়স জুরাসিক পার্ক থেকে ছবিগুলো তুলেছেন।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪