আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
রোববার, তারিখ- ০৯/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৪
যেকোনো আলোচনা করলে আলোচনার যাবতীয় প্রমাণ রাখবেন। বিশেষ করে ব্যবসায়ীরা এ বিষয়ে সতর্ক থাকুন।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল,শুভ সংখ্যা: ৫
আপনার কর্মপটুতার ফলে সুনাম অর্জন করবেন। কিন্তু বাসস্থান নিয়ে সমস্যা আপনাকে কিছুটা অমনোযোগী করে তুলতে পারে। সাহসী পদক্ষেপ নিয়ে আটকে থাকা কাজ সফল করে তুলবেন। জাতিকাদের নমনীয় ব্যবহারের জন্য পরিবারে সুনাম হবে। বুদ্ধির জোরে জাতিকারা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াইতেও জয় লাভ করবেন।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।
মিথুন: (২২মে –২১ জুন) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৯
আজকের দিনে প্রতিবাদ করতে গেলে গ্রহের দশার বিরূপ অবস্থানের ফলে উল্টে আপনার সমালোচিত হওয়ার যোগ আছে। অপ্রিয় বাক্য ব্যবহারের ফলে অনাহূত পরিস্থিতির সৃষ্টি হবে। অসাবধান হলে অপমানিত হতে পারেন। জাতিকাদের বন্ধু স্থানীয় কেউ কার্যকরী উপদেশ দেবেন। সুখবর প্রাপ্তির যোগ আছে।
টোটকা: অথবা কোন সর্পগন্ধা গাছে জল দিন।
কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: হলুদ,শুভ সংখ্যা: ৮
ব্যর্থ হয়েও ধৈর্য না হারালে আজকের দিনটি আপনার কাছে একটি সার্থক দিন হয়ে উঠবে। দিনের শুরুতে কিছুটা ক্লান্তি থাকলেও কিছু ভালো খবরে দিনের মধ্যভাগ থেকে আপনি তরতাজা হয়ে উঠবেন। বিকেলের দিকে গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। জাতিকাদের দিনের প্রথম দিকে অতিবাহিত হবে অলসভাবে। তবে দুপুরের পর অপ্রত্যাশিত যোগাযোগ হতে পারে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৬
কোনো বড় সমস্যার যোগ দেখা না গেলেও টুকটাক কিছু ঝামেলা লেগে থাকবে। অহেতুক কোনো ঝামেলায় জড়িয়ে বেশ কিছুটা সময় নষ্ট হতে পারে। অর্থ আসবে কিন্তু অর্থ ধরে রাখা মুশকিল হবে। নিজের কাজের গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করুন।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৯
আজকের দিনে আপনার বিরুদ্ধশক্তিকে বশে আনতে পারবেন। আজকের দিনে বেশ কিছু মানুষ আপনার কাজের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হবেন। কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং মেটে সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা: ৫
সতর্ক থাকুন,আপনার অন্যমনস্কতার ফলে যেন কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে না যায়। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে। যতটা সম্ভব ঝুঁকিহীন থাকতে চেষ্টা করুন। জাতিকাদের পৈত্রিক দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে। অনেক দিনের গোপন কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে।
টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
সাংসারিক ঝামেলা যাই হোক না কেন আপনাকে কাবু করতে পারবে না। তবে অর্থ নিয়ে সমস্যা থাকবে। ঝামেলা থাকলেও দিনের শেষে কাজ সম্পন্ন হবে। জাতিকারা ন্যায্য পাওনা অনায়াসে পেয়ে যাবেন। গোটা দিনের ঘটনা থাকবে শুভ-অশুভের মিশ্রণে।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।
ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১০
একদিকে যেমন আয় বাড়বে অন্যদিকে ব্যয়ের পরিমাণও কিছুটা বাড়বে। তবে বিকেলের আগে প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন। অতিরিক্ত প্রাপ্তি নিয়ে অযথা উত্তেজিত হবেন। জাতিকাদের কোনো পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনায় যোগদান করতে হতে পারে। কিছু অনুকূল যোগাযোগ আসার সম্ভাবনা আছে।
টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩
সব মিলিয়ে গোটা দিনে অগ্রগতি অনুভব করবেন। পরিচিতদের মাধ্যমে আপনার পুরনো সমস্যার সমাধান হতে পারে। আজকের দিনে করা কোনো কাজে প্রত্যক্ষ লাভ না হলেও পরোক্ষ উপকার হতে পারে। জাতিকারা পারিবারিক বিবাদে হতাশ হতে পারেন। কিছু ব্যক্তিগত দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
প্রতিভার বিকাশে উপহার স্বরূপ পাবেন সম্মান লাভ করবেন। কর্মক্ষেত্রে দুপুরের পর বিপদমুক্ত হবেন। ছাত্ররা পড়াশুনায় বিশেষ সুবিধা পাবেন। জাতিকারা দিনের শুরু থেকে পরিশ্রম করে দিনের শেষে গিয়ে ফল লাভ করতে পারেন। তবে ব্যক্তি নির্বাচনে ভুল হলে সমস্যায় পরবেন। কর্মক্ষেত্রে আশানুরূপ পরিবেশ থাকবে।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের পানিতে ফেলে দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৬
মেজাজে নিয়ন্ত্রণ না করতে পারার ফলে মানুষের কাছে অপ্রিয় হবেন। অর্থদণ্ডও দিতে হতে পারে। তাড়াতাড়ি সিদ্ধান্ত বদলের ফলে সমস্যা জটিল হতে পারে। বিরোধীপক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে জাতিকাদের কাছাকাছি আসতে পারে। পারিবারিক সমস্যায় জাতিকাদের শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে।
টোটকা: গোসল করার পানিতে সামান্য রুপার টুকরা কিছুক্ষণ ফেলে রেখে তার পর সেই পানিতে গোসল করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪