আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১০/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯
মিথ্যে আশা বা লোভের প্রস্তাবে প্রভাবিত হবেন না। দিনের মধ্যভাগ থেকে পরিবাররে মধ্যে শুরু হতে পারে বিতর্ক।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।
বৃষ: (২১ এপ্রিল –২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আপনার পারিবারিক বিষয়ে নিকটাত্মীয়ের প্রবেশ নিয়ে বিতর্ক বাঁধবে। কিন্তু তার মাধ্যমেই পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। তবে ব্যবসার সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কিছুটা অস্থির থাকবে। তবে মন স্থির রাখতে পারলে সমস্যা সমাধানের দিকে এগোতে পারবেন।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
কর্মক্ষেত্রে আসতে পারে প্রবল কাজের চাপ। পরিবারে গুরুজনদের সঙ্গে হতে পারে মতবিরোধ। অর্থকরী বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিতর্ক হতে পারে। মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ কাজে দেরি না করে শুরু করে দিন।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোন নতুন ব্যবসার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। জাতিকারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন। পরিবারে কম সময় দেওয়ার জন্য অভিযোগ শুনতে হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ৮
জটিল সমস্যার মুখে দাঁড়িয়ে গুরুজনের পরামর্শে আপনার সমস্যার মুক্তি হবে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। আর্থিক বিষয় বা বিনিয়োগ নিয়ে চিন্তার উৎপত্তি হতে পার। জাতিকারা নিকটাত্মীয়ের মাধ্যমে কোন আর্থিক বিষয়ে প্রতিযোগিতার মুখে। দিনের শেষভাগে সফলতার যোগ আছে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
কর্মক্ষেত্রে আসবে বিশেষ সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে আপনার সহকর্মীদের সাহায্য নিতে হতে পারে। উৎসব অনুষ্ঠানের মাধ্যমে যোগাযোগ বাড়বে। তবে প্রায় সফল হতে চলা কাজে বাধা আসতে পারে। ব্যবসায় সতর্ক দৃষ্টি রাখুন। জতিকারা পারিবারে প্রশংসা পাবেন। কর্মক্ষেত্র ও পরিবার সামলাতে গিয়ে কিছুটা অবসাদের শিকার হতে পারেন।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯
ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মচারী সংক্রান্ত যে কোন রকম ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক দুর্নীতির শিকার হতে পারেন। যৌথ ব্যবসার ক্ষেত্রে মতবিরোধ সামনে আসতে পারেন। জাতিকারা নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। আকর্ষণীয় সুযোগ আসতে পারে। তবে তাকে যথেষ্ট সতর্ক হয়ে গ্রহণ করুন।
টোটকা: নিরামিষ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
কর্মক্ষেত্রের জটিল সমস্যার সহজ সমাধানটি দেখিয়ে দিতে পারে এমন কোন মানুষ যাকে আপনি কোনদিনই গুরুত্ব দেন নি। কোন নতুন পরিকল্পনা আপনার সফলতার রাস্তা তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে লাভবান হওয়ার যোগ । জাতিকাদের নতুন যোগাযোগ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বাড়তে পারে।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।
ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
কোন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আইনি সমস্যার মধ্যে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক কারচুপি আপনার নজরে আসতে পারে। জাতিকারা কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে যেকোন কাজ করবার আগে যথেষ্ট সজাগ হোন।
টোটকা :সাদা পোশাক পড়ুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
আর্থিক সমস্যার কিছুটা সুরাহা হতে পারে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ আছে। কোন জটিল সমস্যার সমাধান হতে পারে ঠিক শেষ মুহূর্তে। আজকের দিনে ধৈর্য না হারালে আপনার লাভের সম্ভাবনা আছে। জাতিকাদের একগুঁয়ে স্বভাবের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
কর্মক্ষেত্রে আপনার দক্ষতার জন্য আপনি সুনাম লাভ করবেন। পারিবারিক উৎসবে শামিল হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়িক কোন সিদ্ধান্ত আজকের দিনে না নিয়ে আরও কিছুটা সময় নিয়ে চিন্তা ভাবনা করুন। জতিকারা কোন বিশেষ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে রোজকার কাজে ভুল করে ফেলতে পারেন। অতিরিক্ত চিন্তার ফলে মানসিক চাপ বাড়তে পারে।
টোটকা: কুকুর,গবাদি পশুদের খাদ্য দান করুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৪
সামাজিক ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ আছে। আপনার কাজের জন্য কোন উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে পুরস্কার বা উৎসাহ পেতে পারেন। সামাজিক যোগাযোগ আপনার ব্যবসায়ে সুপ্রভাব ফেলবে। জাতিকারা পরিবারে গুরু দায়িত্ব পালনের জন্য অভিনন্দিত হবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগের ফলে জীবনে উন্নতির যোগ।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪