ঢাকা: নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা চিন্তা করে অতি সত্ত্বর বিদ্যুতের দাম কমানো দরকার বলে মনে করছেন আশরাফুন্নবি আসিফ।
বুধবার বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এক ই-মেইল বার্তায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, যারা বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে তারা উচ্চ শ্রেণির লোক, বিদ্যুতের দাম বাড়ায় তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত তাদের জন্য এটা মড়ার ওপর খাড়ার ঘা।
এদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং সিস্টেম লস কমানোর পরামর্শ দিয়েছে আরিফুল ইসলাম
তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লে মধ্যবিত্তদের কষ্টের কোনো সীমা-পরিসীমা থাবে না। কেননা বিদ্যুতের দাম বাড়লেই তো আর চাকরিজীবীদের বেতন বাড়বে না।
তবে বিদ্যুতের দাম বাড়াতে আপত্তি নেই রাজধানীর পুরানা পল্টন এলাকার ব্যবসায়ী ফজলুর মামুনের।
তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে আপত্তি নেই, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যখন বিদ্যুত চলে যায় তখন জেনারেটর ব্যবহার করতে হয়। অল্প সময় চললেও জেনারেটরের খরচ অনেক বেশি।
জেনারেটরের খরচ যদি না লাগে তাহলে বিদ্যুতের দাম একটু বাড়লে আমাদের কোনো আপত্তি নেই। তবে এ ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের এবং সংযোগ নিতে হয়রানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪