আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ১২/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
কর্মক্ষেত্রে অথবা নিকটাত্মীয়ের কথা রাখতে গিয়ে প্রিয় কোনো বন্ধুর মনে আঘাত দিতে হতে পারে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজগুলি তাড়াতাড়ি শেষ করুন।
টোটকা: কাজের জায়গায় আপনার চেয়ারের পিছনে লাল কাপড়ে মুড়ে একটি আয়না রাখুন। আয়না যেন মাথার উচ্চতার উপর অথবা কোমরের নীচে না থাকে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
সবকিছু ঠিকঠাক চললেও সন্তানের ব্যাপারে কিছু অস্বস্তি থাকবে। সকালের দিকে হিসাব-নিকাশ সংক্রান্ত কিছু ভুল হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে যোগ্য লোক খুঁজে পেতে অসুবিধা হবে। জাতিকাদের কোনো বিশেষ কারণে বারবার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে বিপদমুক্ত হতে পারেন। ভাগ্যে অনুকূল প্রভাব অব্যাহত থাকার ফলে প্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হবে না। সন্ধ্যের দিকে অধস্তন কর্মীদের মধ্যে বিশেষ কোনো একজনের উপর সন্দেহ দেখা দিতে পারে। জাতিকারা পরিবারের সঙ্গে ঐক্যমত্য হয়ে কাজ পরিচালনা করতে পারবেন। প্রেমিক –প্রেমিকারা পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি দূরে রাখার চেষ্টা করুন।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা:৭
প্রিয়জনের ব্যাপারে অযথা সন্দেহ আপনার মনকে কিছুটা বিচলিত করে রাখবে। দিনের মধ্যভাগে অপ্রত্যাশিত শুভ ঘটনা আপনার মনকে আনন্দ দেবে। আজকের দিনে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলি নিতে পারেন। জাতিকাদের বিশেষ কোনো বিষয় নিয়ে মনের মধ্যে জন্ম হতে পারে দ্বিধাদন্দ্বের। চাকরিপ্রার্থীদের জন্য দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে।
টোটকা: আজকের দিনে ধর্মস্থানে দান আপনার পক্ষে শুভ।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আপনাকে কিছুটা ক্লান্ত করে দেবে। ঝুঁকি নিয়ে কাজ করে সফল হতে পারেন। আটকে থাকা পরিকল্পনার জট খুলে যাবে। সামান্য হলেও অতিরিক্ত অর্থ হাতে আসতে পারে। জাতিকারা গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ পাবেন। সন্তানের জন্য শুভ খবর আসতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
পূর্বের কোনো ভুল পুনরায় সংশোধন করতে সুযোগ পেতে পারেন। বিরুদ্ধ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। আপনার বিরোধীপক্ষ কোনো কিছুর বিনিময়ে আপনার সঙ্গে সমঝোতা করতে আসতে পারে। তবে ভালো করে না চিন্তা করে সিদ্ধান্ত নেবেন না। জাতিকাদের ঝোঁকের বশে কাজ করতে গিয়ে প্রবল মানসিক শ্রমের শিকার হতে হবে। চিত্রশিল্পী ও হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে আজকের দিনটি শুভ।
টোটকা: সাদা পোশাক পরুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
অজানা কারণে কাজের গতি শ্লথ হয়ে পড়তে পারে। মনের শক্তিকে জাগ্রত করুন। দিনের শেষে আর্থিক দিকে সাফল্য আসতে পারে। গুরুজনদের জোর করে আপনাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেয়ার প্রবণতা থকাতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য আজকের দিন নিয়ে আসতে পারে কোনো সাফল্যের সংবাদ।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
গ্রহের অবস্থান এমনই যে দিনের মধ্যে খুব বড় কিছু পরিবর্তন নেই। গতকালকের মতই কাটবে আজকের দিন। সফলতার আলো দেখা গেলেও সফলতা আসতে সময় নেবে। জাতিকারা বন্ধুদের সাহায্য পাবেন। তবে প্রেমিক-প্রেমিকাদের জন্য পারিবারিক তরফে কিছুটা বাড়তি সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: দিনে একবার অন্তত যে কোনো ধাতু দান করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
দিনের শেষে সন্তানের ব্যাপারে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। অপ্রত্যাশিত যোগাযোগের ফলে আপনার কাছে আসবে কোনো নতুন পরিকল্পনায় যুক্ত হওয়ার সুযোগ। জাতিকাদের সাংসারিক পরিবেশ কিছুটা আনন্দ দেবে। উচ্চশিক্ষার ব্যাপারে জাতক-জাতিকাদের নতুন যোগাযোগ হতে পারে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
স্বজন কারো অনুরোধে বাড়তি দায়িত্ব নিয়ে হিমশিম খেতে হতে পারে। দিনের প্রথম ভাগে প্রতিকূল প্রভাব বর্তমান থাকবে। নৈরাশ্যজনক পরিস্থিতি এবং অংশীদারে কাজে সাহায্য না পাওয়ায় সমস্যায় পড়তে হবে। জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে। সন্তানকে নিয়ে মনে অস্থিরতা বজায় থাকবে।
টোটকা:শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
সহকর্মীর অন্যায়কে সরাসরি না বলে ঘুরিয়ে বলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছুটা আর্থিক সুবিধা পেতে পারেন। তবে বিকেলের আগে প্রয়োজনীয় কাজ শেষ করুন। পারিবারিক ঝামেলায় জাতিকাদের অগ্রগতি ব্যাহত হবে। পরিবারের জন্য জাতিকাদের বেশ কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
আপনি মানিয়ে চলার চেষ্টা করলেও আপনার সঙ্গে আপনার স্নেহভাজন কেউ কেউ মানিয়ে চলতে পারবে না। প্রতিটি মুহূর্ত পরিস্থিতির সঙ্গে সমঝোতা করে চলতে হবে। জাতিকাদের কাছে সুযোগ আসবে কিন্তু সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব জাতিকাদের নিজেদের নিতে হবে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪