আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বৃহস্পতিবার, তারিখ- ১৩/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯
নতুন ব্যবসায় বাধা টপকে আজকের দিনে আসবে সাফল্য। দীর্ঘদিন ধরে চেষ্টা করতে থাকা ব্যবসায়ী পরিকল্পনায় দিনের মধ্যভাগের পরবর্তী সময় সফলতা পাবেন।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।
বৃষ: (২১ এপ্রিল –২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
যেকোনো রকম উত্তেজনার ফলে তর্ক-বিতর্কের পরিবেশ সৃষ্টি হতে পারে। সহকর্মীদের কিছু কিছু মন্তব্যে আপনার মানসিক চাপ বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। প্রেমের জন্য দিনটি শুভ হলেও সম্পর্কে কোন বাইরের বিষয় নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা:৭
মা বা মাতৃস্থানীয়াদের শারীরিক সমস্যা নিয়ে সারাদিন চিন্তার মধ্যে থাকতে হতে পারে। ব্যবসা সংক্রান্ত আইনি বিষয় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ছাত্রদের উচ্চশিক্ষায় সফলতা পাওয়ার আশা। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। পরিবারে জাতিকাদের সিদ্ধান্তে অভিভাবকরাও সম্মতি পোষণ করবেন।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ থাকলেও কোনো হঠকারী সিদ্ধান্ত সেই যোগকে দুর্বল করে দিতে পারে। প্রেম নিয়ে জটিলতা বাড়তে পারে। প্রেমজনিত যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিরত থাকুন। জাতিকাদের ক্ষেত্রে নিকট বন্ধুর কঠোর ব্যবহার মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। তবে মানসিক অবসাদকে কোনভাবেই মনে স্থান দেবেন না।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
পড়ুয়াদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষায় সুযোগ পাওয়ার আশা আছে। শিক্ষার কারণে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ। সন্তানকে নিয়ে চিন্তা দূর হবে। তবে বিশ্বস্ত কোনো পারিবারিক বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে অভিযোগের শিকার হতে পারেন।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
আবেগ নিয়ন্ত্রণ করুন। আবেগ সঠিক ধারায় পরিচালিত করতে পারলে জয় লাভ করবেন। কিন্তু অতিরিক্ত আবেগতাড়িত হলে আজকের দিনে আপনার সমস্যা বাড়তে পারে। জাতিকাদের নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং তার অনুপ্রেরণায় কর্মজীবনে উন্নতি হতে পারে। অভিনয়, নৃত্যকলার সঙ্গে যুক্তদের দিনটি শুভ।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯
কর্মক্ষেত্রে অযথা অভিযোগের শিকার হতে পারেন। আপনার কর্মদক্ষতা ব্যবহার করে সেই অভিযোগ থেকে মুক্ত হতে হবে। ব্যবসায়ীদের নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে। জাতিকাদের আত্মবিশ্বাস এগিয়ে নিয়ে যাবে। তবে পরিবারে মধ্যেকার গোপন হিংসা নিয়ে জাতিকাদের সতর্ক থাকতে হবে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
আজ কর্মক্ষেত্রে উন্নতির খবর আসতে পারে। গৃহে আত্মীয় সমাগমে আনন্দ অনুষ্ঠানের যোগ দেখা যাচ্ছে। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। জাতিকাদের উপর নতুন দায়িত্ব বর্তাবে। জাতিকারা পারিবারিক এবং কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। প্রেম নিয়ে নিকট বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
পারিবারিক সমস্যার সমাধান হতে পারে পারিবারিক আলোচনার মাধ্যমে। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা দেখা দিতে পারে। ব্যবসায় আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। পারিবারিক সমস্যার সমাধান করে জতিকারা পরিবারের সবার প্রশংসা পেতে পারেন।
টোটকা: সাদা পোশাক পরুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে দেখা হয়ে যেতে পারে। এই যোগাযোগের ফলে শুধু সময়টা ভালো কাটবে শুধু তাই নয়, তৈরি হতে পারে নতুন কোনো সুযোগ। কর্মক্ষেত্রেও দিনটি কাটবে ভালভাবে। কোন বিশেষ কারণে সহকর্মীরা তোষামোদ করতে পারে। জাতিকারা পরিবারের গুরুজনদের আশীর্বাদ পাবেন। উপহার ও প্রশংসার যোগ দেখা যাচ্ছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
দিনের শেষে মনে থাকবে প্রশান্তি। আধ্যাত্মিক উন্নতির যথেষ্ট যোগ আছে। কোন বিশেষ মানুষের প্রভাবে আত্মিক উন্নতি হতে পারে। জাতিকাদের মন থকবে কিছুটা উদাস। তবে দিনের শেষে পরিবারে অনেক মানুষের উপস্থিতিতে আনন্দ উৎসবের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
পারিবারিক সমস্যার সুরাহা হতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তার অবসান ঘটবে। কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। আপনার জনসংযোগের ফলে ব্যবসায়িক উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চিন্তা দেখা দিতে পারে। জাতিকারা অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
টোটকা: কাককে শস্য দানা দান করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪