ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রস্তুতি ম্যাচও লাইভ চান চট্টগ্রামের ইমতিয়াজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, মার্চ ১৪, ২০১৪
প্রস্তুতি ম্যাচও লাইভ চান চট্টগ্রামের ইমতিয়াজ

ঢাকা: বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার শুক্রবারের প্রস্তুতি ম্যাচ নিযে আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রামের ইমতিয়াজ। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমতিয়াজ বাংলানিউজের কাছে জানতে চান আজকের খেলাটি কোন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।



ভাই আপনার মতো আমরাও সবসময় বাংলাদেশ টিমের সঙ্গে থাকতে চাই। তবে দুঃখের সঙ্গে বলতে চাই খেলাটি কোনো চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না। আপনার জন্য জানাতে চাই খেলাটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ফতুল্লায়, দুপুর দেড়টায়।

বাংলাদেশ দলের কাছে ক্রিকেটপ্রেমিদের প্রত্যাশা কি? তা জানতেই বাংলানিউজের এবারের নাগরিক মন্তব্য আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। প্রশ্ন- কেমন ক্রিকেট প্রত্যাশা টাইগারদের কাছে? উত্তর দিতে পারেন, মন্তব্য করতে পারেন, উত্থাপন করতে পারেন যেকোনো প্রশ্ন কিংবা তর্কের। কথা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও মনস্তাত্বিক গেম নিয়ে।    

পাঠকের প্রশ্নের উত্তর দিতে বাংলানিউজের নিউজরুমে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়ালেখক ও বিশ্নেষক অঘোর মণ্ডল। সঙ্গে রয়েছেন বাংলানিউজের ফুল স্পোর্টস টিমসহ অন্য কর্মীরা।   

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।