ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো সূচনা দেখতে চান নারায়ণগঞ্জের নেতাই চন্দ্র দাশ। শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
নেতাই চন্দ্র দাশ বলেন, বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দল হিসেবে দেখতে চাই। এজন্য আমাদের খেলোয়াড়দের মনোবল আরও বাড়ানো দরকার।
সাকিব, মুশফিককে খুব ভালো মানের খেলোয়াড় উল্লেখ করে তিনি বলেন, তাদের আরও ভালো করতে হবে। বিশেষ করে দলের জন্য একটি ভালো সূচনা আমাদের কাম্য।
বোলারদেরকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বল করার অনুরোধ করেন নেতাই।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪