ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যেন ভালো ভাবে জিততে পারেন সে কামনা করেছেন সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী গয়াছ মিয়া।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কামনা করেন।
গয়াছ মিয়া বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা যেন বলিং-ফিল্ডিংয়েও ভালো করেন। বাংলাদেশের মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারেন- এটাই আমাদের প্রত্যাশা।
রাজশাহী কলেজের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান রনির স্বপ্নও বাংলাদেশ দলের জয়কে ঘিরেই। তিনিও চান, প্রতিটা খেলায় বাংলাদেশ দলের সবাই যেন মনোযোগ দিয়ে খেলেন এবং ভালো খেলে আমাদের আনন্দ দেন।
তবে ই-মেইল বার্তায় এই শিক্ষার্থী আরও প্রশ্ন করেন, নাসির হোসেন অনেক দিন ধরে ভালো খেলতে পারছেন না। তারপরেও কেনো তাকে খেলানো হচ্ছে? তিনি এটাও মনে করেন যে, একদিন খারাপ খেললেই কোনো খেলোয়াড়কে বাদ দেওয়ার নীতি পরিহার করতে হবে।
খেলোয়াড়দের মাঝে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে ভালোভাবে নজর রাখতে ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানান বাংলানিউজের এই পাঠক।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪