ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ফিচার

ভালো খেললে ট্রফি উপহার দেবে টাইগাররা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, মার্চ ১৪, ২০১৪
ভালো খেললে ট্রফি উপহার দেবে টাইগাররা

ঢাকা: ভালো খেললে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা বাংলাদেশকে ট্রফি উপহার দেবে বলে মন্তব্য করেছেন বন্দর নগরীর আগ্রাবাদের শিপিং এক্সিকিউটিভ মো. বেলাল উদ্দিন।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ ‍নিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

বেলাল উদ্দিন বলেন, দলপতি সঠিক নির্দেশনা দিবেন, অন্যরা আন্তরিকভাবে খেলবেন।   সবার কাছেই সব পরিস্থিতিতে পজিটিভ সমর্থন আশা করি। আমাদের টাইগাররা ভালো খেললে অবশ্যই এবার ট্রফি উপহার দিতে পারবে।

ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, আমাদের টাইগাররা এখনও মানসিকভাবে সবল হতে পারিনি। যেহেতু আমরা স্বাগতিক তাই যেকোনো পরিস্থিতিতে সচেতনভাবে মন্তব্য করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।