ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মণ্ডল

আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, মার্চ ১৪, ২০১৪
আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপ- ফলাফলে বাংলাদেশ দলের ব্যর্থতাই চোখে পড়ে। এই ব্যর্থটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে কেমন প্রভাব পড়বে বলে জানতে চেয়েছেন ঢাকার ব্যবসায়ী সুব্রত।

একইসঙ্গে টি-টোয়েন্টিকে সামনে রেখে নির্বাচিত টাইগার ক্রিকেট দলের ব্যাটিং গভীরতা ও বোলিংয়ের ধার কতটুকু এ নিয়েও জানতে চান তিনি।

সুব্রতর দু’টি প্রশ্নের জবাব দিচ্ছেন ক্রীড়াবিশ্লেষক অঘোর মন্ডল।

প্রথম প্রশ্নের উত্তরে বলা যায়, ফলাফলের কথা বিবেচনা করলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপ বাংলাদেশ ব্যর্থ। কিন্তু বেশ কিছু ভালো ম্যাচ বাংলাদেশ খেলেছে। ব্যক্তিগত এবং দলীয় পারফরম্যান্সও যথেষ্ট ভালো ছিল। কিন্তু মানুষ দিনশেষে মনে রাখে ফলাফল।

টি-টোয়েন্টি একেবারেই ভিন্ন ফরম্যাটের খেলা। নতুন একটা টুর্নামেন্ট। আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপের হার ভুলে বাংলাদেশ ভালো খেলবে এটা আশা করা যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে ভালো দল। অভিজ্ঞতাও বেশি টাইগার দলে। ও রকম একটা দলের কাছে হারলে সেটা ক্রিকেটীয় অঘটনই হবে। তবে সেরকম অঘটন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় ধাক্কা হতে পারে, যেটা কারোই কাম্য নয়।

দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা যায়, টি-টোয়েন্টি আসলে ১২০টি বলের খেলা। বাংলাদেশ দলের যা ব্যাটিং শক্তি তাকে হেলা-ফেলা করার সুযোগ নেই। বিশেষ করে তামিম, সাকিব ও মুশফিকের মতো তিনটি ওজনদার নাম বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে থাকছে।

ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা কিছুটা হলেও দুর্বল। তবে একশ শতাংশ ফিট মাশরাফি সে দুর্বলতা ঢেকে দিতে পারেন একক চেষ্টায়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।