ঢাকা: দল নির্বাচনে রাজনীতিমুক্ত দৃষ্টিভঙ্গি ও ক্রিকেটের নেতৃত্বস্থানীয় পর্যায়ে পরিবর্তন চান লন্ডন প্রবাসী মাহবুবুর রহমান।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, রাজনীতি বা বাইরের কোনো শক্তি যেন আমাদের ক্রিকেটকে নষ্ট করতে না পারে। দলের খেলোয়াড় নির্বাচনেও বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে মাহবুবুর রহমানের প্রত্যাশা, দল ভালো খেলুক, ভালো খেলুক তামিম, সাকিব, মাশরাফি।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪