ঢাকা: অতীতের ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাসী হওয়ার প্রতি জোর দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল আহমেদ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ শিক্ষার্থী ই-মেইল বার্তায় লিখেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের নতুন করে উজ্জীবিত হতে হবে।
সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে বাংলাদেশ দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতিকেই দায়ী করেন তিনি।
রাসেল লিখেন, বাংলাদেশ দলের একটি উইকেটের পতন হলে অন্যরা যেন হাল ছেড়ে দেন, যা দলের সবচেয়ে বড় সমস্যা। এ অবস্থা থেকে দলকে বেরিয়ে আসতে হবে।
মুশফিক-সাকিব-তামিমদের পাশে রয়েছে বাংলার কোটি কোটি ভক্ত। এগিয়ে যাক বাংলাদেশ আমরা সবসময় আছি তাদের পাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গর্জে উঠবে টাইগাররা, এটাই প্রত্যাশা রাসেলের।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪