ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

রাজনীতিমুক্ত ক্রিকেট দল চান রিয়াজ, তপু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, মার্চ ১৪, ২০১৪
রাজনীতিমুক্ত ক্রিকেট দল চান রিয়াজ, তপু

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন রিয়াজ খান ও তাজিম হোসেন তপু।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তারা এ আহ্বান জানান।



রিয়াজ বলেন, ক্রিকেট বোর্ড থেকে রাজনৈতিক কর্তৃত্ব উচ্ছেদ করা হোক। নিরপেক্ষ এবং নির্দলীয় ক্রিকেট বোড গঠন করা হলে দেশের ক্রিকেট দল একদিন এদেশের সুনাম বয়ে আনবে।

অপর এক মন্তব্যে নারায়ণগঞ্জের ফতুল্লার তাজিম হোসেন তপুও খেলাকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

তপু বলেছেন, টাইগারদের আরও আত্মবিশ্বাসী হতে হবে এবং দল গঠনের ক্ষেত্রে অধিনায়কের মতামত নিতে হবে।

আদিত্য আদিল বলেন, আমরা চাই বাংলাদশে ক্রিকেট টিম ইতিবাচক খেলাটাই খেলুক। হারুক কোন সমস্যা নেই। হারাটা খেলারই অংশ। কিন্তু দিন শেষে ইতিবাচক খেলাটাই দরকার।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।