ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মন্ডল

নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ১৪, ২০১৪
নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেনের খেলার ধরণ দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও সমস্যা আছে। সেটা মানসিক কিনা তা বলতে পারবেন দলের মনোবিদ।

তবে সেটা মানসিক নাকি শারীরিক না ক্রিকেটিয় তা দূর থেকে দেখে বোঝা যায় না। তবে নাসিরের পারফরমেন্সে কিছু একটা ঘাটতি পরিষ্কার। হয়তো সেটা মনোযোগের ঘাটতি।

চট্টগ্রামের সিটি সরকারি কলেজের ছাত্র মনসুর আলমের প্রশ্নের জবাবে বিশিষ্ট ক্রীড়া লেখক ও বিশ্নেষক অঘোর মণ্ডল এ কথা বলেন।

তিনি বলেন, ক্রিকেটের বাইরের অন্যকোন চিন্তা যদি মস্তিস্কে জায়গা করে নেয় তাহলে তার প্রভাব মাঠের পারফরমেন্সে পড়তে বাধ্য।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।