ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জিয়াউর রহমানকে দলে চান মহসিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মার্চ ১৪, ২০১৪
জিয়াউর রহমানকে দলে চান মহসিন

ঢাকা: বাংলাদেশ দলে পরিবর্তন চান নোয়াখালীর মহসিন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মহসিন অলরান্ডার জিয়াউর রহমানকে সবসময় দলে রাখার জন্য নির্বাচকদের প্রতি জোর দাবি জানিয়েছেন।



ক্রমাগত খারাপ পারফরম্যান্সের কারণে ফরহাদ রেজাকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেন তিনি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের কাছে তিনি ভালো খেলার প্রত্যাশা করে বলেন, ভালো খেললে এর ফলাফল পাওয়া যাবে।

জিয়াউর রহমানকে দলে নেওয়ার  বিষয়ে বিশিষ্ট ক্রীড়ালেখক ও বিশ্নেষক অঘোর মণ্ডল বলেন, দাবিটি অযৌক্তিক নয়। কার্যকারিতার কথা বিবেচনা করলে দলে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

জিয়াউর রহমান এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ১০৮, গড় ১৮। উইকেট ২টি। অন্যদিকে ফরহাদ রেজার মোট রান ৭২, গড় ৯। উইকেট নিয়েছেন ৪টি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।