ঢাকা: এশিয়া কাপসহ সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো খেলেছেন জিয়াউর রহমান। তারপরও কেনো তাকে দলে রাখা হয়নি? এমনটি জানতে চেয়েছেন সিলেটের কামাল।
তার এ প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্রীড়া বিশ্লেষক অঘোর মণ্ডল।
অঘোরের মতে, জিয়াকে দলে নেওয়া এবং না নেওয়া দু’টোই নির্বাচকদের ব্যাপার। তবে সাম্প্রতিক সময়ে জিয়ার যে পারফরম্যান্স তাতে তার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়। টিম কম্বিনেশন নিয়ে নির্বাচকদের হয়তো অন্যরকম কোনো চিন্তা আছে। সে কারণেই জিয়াকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না