ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ফিল্ডিংয়ে নজর দিতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, মার্চ ১৪, ২০১৪
ফিল্ডিংয়ে নজর দিতে হবে

ঢাকা: ফিল্ডিংয়ের দিকে নজর দেওয়ার কথা বললেন নোয়াখালির মো. মহসিন।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশ ফিল্ডিংয়ে একেবারেই ভালো করছে না। বার বার ক্যাচ মিস দিচ্ছে। বিশেষ করে শেষ ১০ ওভারে তাদের আরও ভালো ফিল্ডিং করা উচিত। এশিয়া কাপ বা শ্রীলঙ্কার বিপরীতে বাংলাদেশের হেরে যাওয়াই এর দৃষ্টান্ত।  

এছাড়া জিয়াউর রহমানকে দলে নেওয়ার কথাও বলেন তিনি।  

এদিকে কোয়ালিফাইং ম্যাচে আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশের জেতার প্রত্যাশ‍া করেছেন কক্সবাজারের আনোয়ারুল হাসান।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের কোয়ালিফায়িং ম্যাচে  টাইগারদের জিততে হবে। তাহলেই আমরা পরে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করতে পারি।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।