ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

খাঁচার নয়, বনের বাঘের মতো খেলো

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মার্চ ১৪, ২০১৪
খাঁচার নয়, বনের বাঘের মতো খেলো

ঢাকা: খাঁচায় বন্দি বাঘের মতো নয়, গভীর অরণ্য দাপিয়ে বেড়ানো বাঘের মতো খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আহ্বান জানালেন সিলেটের কামাল।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।



কামাল বলেন, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমাদের দল প্রত্যেকটি ম্যাচে সত্যিকারের বাঘের মতো খেলতে পারে, এমনকি তারা টি-টোয়েন্টি শিরোপাও জিততে পারে। আমরা জানি আমাদের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। অতএব চিড়িয়াখানায় বন্দি বাঘের মতো নয়, গভীর অরণ্য দাপিয়ে বেড়ানো বাঘের মতো খেলো।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।