ঢাকা: খাঁচায় বন্দি বাঘের মতো নয়, গভীর অরণ্য দাপিয়ে বেড়ানো বাঘের মতো খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আহ্বান জানালেন সিলেটের কামাল।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
কামাল বলেন, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমাদের দল প্রত্যেকটি ম্যাচে সত্যিকারের বাঘের মতো খেলতে পারে, এমনকি তারা টি-টোয়েন্টি শিরোপাও জিততে পারে। আমরা জানি আমাদের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। অতএব চিড়িয়াখানায় বন্দি বাঘের মতো নয়, গভীর অরণ্য দাপিয়ে বেড়ানো বাঘের মতো খেলো।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪