ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সাগরের চোখে সেরা একাদশ

বাংল‍ানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, মার্চ ১৪, ২০১৪
সাগরের চোখে সেরা একাদশ

ঢাকা: সাকিব, তামিম ছাড়া সেরা বিসিবি একাদশ হতে পারে না বলে মনে করেন সাগর হোসেন নামে এক তরুণ।

সেরা একাদশের তালিকা করে শুক্রবার বাংলানিউজেরে নাগরিক মন্তব্যে পাঠিয়েছেন তিনি।



‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে সাগর হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে এমনভাবে সাজানো হোক যাতে আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়ে খেলতে পারে টাইগাররা।

এরমধ্যে দলে তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, জিয়াউর রহমান/ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাষরাফি বিন মর্তুজা এবং রুবেল হোসেন।

এদিকে গাজীপুরের কাসিমপুরে অবস্থিত বেক্সিমকো গ্রুপের একটি কারখানার কর্মকর্তা মো. তুহিন আহমেদ বলেন, আমরা সাধারণ জনতা টাইগারদেতর সাপোর্ট দিয়ে যাবো। বাংলাদেশ জিতবেই, ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।