ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

হেরে গেলে বুকটা ভেঙ্গে যায় যায়েদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, মার্চ ১৪, ২০১৪
হেরে গেলে বুকটা ভেঙ্গে যায় যায়েদের

ঢাকা: বাংলাদেশ হেরে গেলে সাবেক ক্রিকেটার যায়েদের বুকটা ভেঙ্গে যায়। যায়েদ এখন একটি বেসরকারি কোম্পানিতে আছেন।

বাংলাদেশ দলের খেলা নিয়মিত দেখেন।

কিন্তু খেলায় যখন জিততে জিততে হেরে যায় দল তখন বুকটা ভেঙ্গে যায় যায়েদের। শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

যায়েদের প্রশ্ন মাহমুদুল্লাহকে কেন বার বার দলে নেওয়া হয়। মুশফিক-এর ভায়রা বলে? তিনি মনে করেন, মুশফিককে আরও কৌশলী হতে হবে। বর্তমান ক্রিকেটে ঝুঁকি নিতে হবে। প্লান মাফিক মনে হচ্ছে বলাররা বল করতে পারছেন না। সেটা করতে হবে।

যায়েদ  মনে করেন আমাদের মানসিক শক্তি কম। এজন্য কাজ করা দরকার। আগে তো পেসার হান্ট হত। এখন বন্ধ কেন? মাশরাফির পর ভাল পেসার আসেনি? রুবেল মাঝে মাঝে এমন বল করে যে মনে হয় ক্রিকেট খেলা ভুলে গেছে।

তার মতে জিয়াকে সুযোগ দিতে হবে। ওকে হিটার ব্যাটসম্যান হিসেবে নামাতে হবে। এক ম্যাচ খারাপ খেললে বসিয়ে দিলে হবে না। ফারুককে প্রধান নির্বাচক থেকে বাদ দিতে হবে। উনি টিমের জন্য উৎস‍াহ দিতে পারেন না।

যায়েদ বলেন- সাকিব, নাসির, তামিম এরা টিম এর মুল প্লেয়ার। এদের দেশের প্রতি ভালবাসা আছে। সেটা যেন আমরা বুঝতে পারি। সবার আগে দেশ- তারপর ব্যক্তি।

কিন্তু আফগানিস্তানের মত টিমের কাছে হারলে দলের মনবল থাকে না। টিম যখন হারে তখন প্লেয়ারদের নিয়ে নানা কথা হয়। এটা দলের ক্ষতি করে।
সাংবাদিকদের উদ্দেশ্যে যায়েদ বলেন, আপনারা প্রশংসা করুন পাশাপাশি মৌলিক সমালোচনাও করুন। বাংলাদেশ টিম আরও ভাল করুক এই কামনাই সবসময় করেন যায়েদ।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।