ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মন্ডল

পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, মার্চ ১৪, ২০১৪
পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ

ঢাকা:  পেশাদার ক্রিকেট বোদ্ধাদেরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ বল মনে করেন ক্রিকেট বিশ্লেষক অঘোর মন্ডল।

দ্দক্রবার বাংলানিউজে ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নেওয়া লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাহবুবুর রহমান ভূঁইয়ার এ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



অঘোর মন্ডল বলেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন, বাংলাদেশের মানুষকে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাতে পারবেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার ক্ষমতা যাদের আছে সে রকম সংগঠকদেরই ক্রিকেট পরিচালনায় থাকা উচিৎ। দল ব্যর্থ হলে দায়টা শুধু ক্রিকেটারদের দেয়া ঠিক নয়।
 
অঘোর মন্ডল আরো বলেন, আগে বলা হত একজন অধিনায়ক ততটা ভাল, যত ভাল তার দলটা। আধুনিক ক্রিকেটে কথাটা অন্যভাবেই বলা হচ্ছে। এখন বলা হয়, অধিনায়ক ততটা ভাল হবেন যতটা ভাল হবে তার বোর্ড। ক্রিকেটারদের কাজে পেশাদারিত্ব দাবি করতে পারে শুধু একটি পেশাদার বোর্ড-ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা পেশাদার তাদের কার্যক্রমে সেই প্রশ্নটা একেবারে উড়িয়ে দেযা যায় না।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৪

** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।