ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে দল হিসেবে খেলাটা টাইগার দলের জন্য ভালো হবে, নাকি আলাদাভাবে ভালো করাটা গুরুত্বপূর্ণ? যদি দল হিসেবেই জিততে হয়- তাহলে টাইগার দলে সেই মানসিক শক্তি আছে কিনা?
শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এমনটি জানতে চান সুব্রত দিব সাহা। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের অতীত টি-টোয়েন্টি ব্যর্থতা, বাছাই পর্বে খেলে মূল পর্বে যাওয়া প্রসঙ্গ ও কোনো ম্যাচে টাইগার বোলারদের বেশি রান খরচা নিয়ে প্রশ্ন করেন সুব্রত।
তার মোট এই চারটি প্রশ্নেরই উত্তর দিচ্ছেন ক্রীড়া বিশ্লেষক অঘোর মন্ডল।
প্রথম প্রশ্নের উত্তরে অঘোর বলেন, অবশ্যই বাংলাদেশকে দল হিসেবে খেলতে হবে। দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা দেখার বিষয় টিম ম্যানেজমেন্টের। আর একটা কথা বলতেই হবে, টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো ম্যাচ একজন খেলোয়াড়ই জেতাতে পারেন। তবে সে রকম মানের ক্রিকেটার বাংলাদেশ দলে আছে কিনা সেটা আমার নিজেরও প্রশ্ন। তাই জেতার জন্য দলগত পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যর্থ বাংলাদেশ। এবার কি এই ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠেতে পারবে?
সুব্রত এই প্রশ্নের জবাবে অঘোর বলেন, এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেছিলো ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। সেবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো তারা। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে তরুণ একটি দল খেলেছিলো। তুলনামূলকভাবে কম অভিজ্ঞ ছিলো দলটি। কিন্তু তারা দল হিসেবে খেলতে পেরেছিলো বলে ভালো করেছিলো। এবারও ভালো করতে হলে দল হিসেবে খেলতে হবে বাংলাদেশকে। তাছাড়া, এই দলে ক্রিস গেইল বা শহিদ আফ্রিদির মতো কেউ নেই, যিনি একাই ম্যাচ রেব করে দিতে পারেন।
সুব্রত’র তৃতীয় প্রশ্ন, এতো বছর ক্রিকেট খেলে আসার পর বাছাই পর্বে খেলে মূল পর্বে যাওয়াকে অপমান বোধ করেন কিনা?
অঘোরের মতে, যে দলটা এর আগে চার চারবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মূল পর্বে সরাসরি খেলেছে, তাদের এবার বাছাইপর্বে খেলতে হচ্ছে- এমনটা অবশ্যই অপমানজনক।
শেষ প্রশ্নে সুব্রত জানতে চান, শেষ ৪/৫ ওভারে বাংলাদেশের মাশরাফিও গড়ে ১০ এর কিছু বেশি রান দিয়ে থাকেন। তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই মানে বোলার আমাদের নেই?
অঘোরের উত্তর, অপ্রিয় হলেও কথাটা সত্য। ম্যাচ জেতানোর মতো বোলার আমাদের দলে একজন মাশরাফি ছাড়া আর নেই, তবে তিনি যদি শতভাগ ফিট হন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, শতভাগ ফিট মাশরাফিকে খুব কম সময়ই পেয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না