ঢাকা: টি-২০ তে জিয়াউর রহমানকে দলে না নেওয়ার কোনো কারণ-ই পান না যুক্তরাজ্য প্রবাসী সুমন।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
সুমন বলেন, বিসিবি কেনো জিয়াউর রহমানকে দল থেকে বাদ দিয়েছে তা আমার বোধগম্য হচ্ছে না। এই মুর্হূর্তে ব্যাটে ও বোলিংয়ে তার পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে জিয়াকে বাদ দেওয়ায় মর্মাহত হয়েছেন জানিয়ে রুবো ডিউক বলেন, টি-টোয়েন্টিতে জিয়াউর রহমানকে দলে না রাখায় আহত ও মর্মামত হয়েছি। তাহলে কী ক্রিকেটেও লিঙ্ক-লবিং চলে আসছে!
তার দুর্বলতা গুলো শুধরে দিলে গেইল- ওয়াটসন যদি নাও পাই অন্তত আর একটা তামিম পাওয়া যাবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪