ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মণ্ডল

মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, মার্চ ১৪, ২০১৪
মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়

ঢাকা: বাংলাদেশ অনেক ভালো খেলছে, কিন্তু মাঝে মাঝে খেলার যে অবস্থা হয়! মনোবলে কি বড়ই অভাব আমাদের জাতীয় ক্রিকেট দলে? এর জন্য কে বা কারা দায়ী? এমনটি জানতে চেয়েছেন চট্টগ্রামের শুলকবহর এলাকার ওমর ফারুক আবির।

তার এ প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্রীড়া বিশ্লেষক অঘোর মণ্ডল।



তিনি বলেন, দায়টা যে একেবারে শুধু ক্রিকেটারদের তা নয়। একটা দল ভালো খেলবে তখন, যখন তার ক্রিকেট বোর্ড ভালভাবে চলবে। আমাদের ক্রিকেটাররা পেশাদার, একই সঙ্গে পেশাদারিত্ব দেখাতে হবে বোর্ডকেও। ক্রিকেটারদের যেমন জবাবদিহিতা করতে হবে, তেমনি বোর্ডের কার্যক্রমেও জবাবদিহিতার পাশাপাশি স্বচ্ছতা থাকতে হবে।

তার মতে, সাম্পতিক সময়ে বাংলাদেশ দলের অধিনায়ক এশিয়া কাপের দল নিয়ে মিডিয়ার কাছে অসন্তোষ প্রকাশ করায় তাকে ডেকে সতর্ক করেছে বিসিবি। কিন্তু যারা দল গড়লেন তারা অধিনায়কের সঙ্গে কেন কথা বললেন না- মিডিয়ায় যখন প্রশ্নটা উঠলো, প্রধান নির্বাচক দায় এডালেন এভাবে যে, কথা বলা মেন্ডাটরি নয়। কথাটা হয়তো ঠিক কিন্তু সৌজন্যতার খাতিরে হলেও অধিনায়কের মতামত নেওয়া উচিত।

অথচ প্রধান নির্বাচক বললেন, কোচের সঙ্গে কথা বলেছিলেন, তিনি মনে করেছিলেন কোচই অভিনায়কের প্রতিনিধি। এর থেকে স্পষ্ট দলের ভেতরে একটা টানাপোড়েন ছিলো। দলের টানাপোড়েন থাকলে মনোবলের ঘাটতি হতে বাধ্য। তবে দায়টা সবসময় সময় এককভাবে ক্রিকেটারদের কাঁধে না বর্তানোই ভালো বলে মনে করেন এই ক্রিক্রেট বিশ্লেষক।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।