ঢাকা: ব্যাটিংয়ে বাংলাদেশ দলের ভালো ওপেনিংয়ের প্রত্যাশা করেছেন পিরোজপুরের তামিম। এছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সব খেলোয়াড়রা ভালো খেলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এ শিক্ষার্থী।
জিয়াউর রহমানকে কেন দলে স্থান দেওয়া হচ্ছে না এ বিষয়ে তিনি একটি প্রশ্ন রাখেন।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ প্রশ্ন রাখেন।
তামিমের প্রশ্নের উত্তরে বাংলানিউজে উপস্থিত বিশিষ্ট ক্রীড়ালেখক ও বিশ্নেষক অঘোর মণ্ডল বলেন, দাবিটি যৌক্তিক। সাম্প্রতিক পারফরম্যান্সে দলে জিয়াউর রহমানের প্রয়োজন আছে। তবে তাকে কেন দলে নেওয়া হচ্ছে না, তা কেবল নির্বাচকরাই বলতে পারবেন। হয়তো দল গঠনের ক্ষেত্রে নির্বাচকদের কোনো পরিকল্পনা রয়েছে।
এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জিয়াউর রহমান করেছেন ১০৮ রান, গড় ১৮। উইকেট ২টি।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪