ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ক্রিকেটাররা সম্পূর্ণ ফিট নন, মনে করেন মেহেরাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, মার্চ ১৪, ২০১৪
ক্রিকেটাররা সম্পূর্ণ ফিট নন, মনে করেন মেহেরাব

ঢাকা: বিশ্বকাপের মতো ক্রিকেটের এমন শীর্ষ পর্যায়ের খেলা খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সম্পূর্ণ ফিট নন বলে মনে করেন আশিক খান মেহেরাব।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ অভিমত প্রকাশ করেন।



আশিক বলেন, একজন বাংলাদেশি হিসেবে আমি সবসময়ই চাই আমাদের দল ভালো ক্রিকেট খেলুক। আমার মনে হয় বাংলাদেশ দলের মৌলিক সমস্যা হলো বিশ্বকাপের মতো ক্রিকেটের এমন শীর্ষ পর্যায়ের খেলা খেলতে টাইগার দলের অনেক খেলোয়াড়ই সম্পূর্ণ ফিট নন এবং মানসিকভাবে সত্যিকার অর্থে সমর্থ নন।

তিনি বলেন, দীর্ঘ সময় পাড়ি দিলেও আমাদের দলের ব্যবস্থাপক বা নির্বাচকরা এখন পর্যন্ত একজন ভালো মানের ফাস্ট বোলার খুঁজে পাননি, আমি জানি না কেন তারা পারেননি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।