ঢাকা: সাকিব-মুশফিকদের মানসিকভাবে আরও শক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বেসরকারি কর্মকর্তা মুহাম্মদ বেলাল উদ্দিন।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এক ই-মেইল বার্তায় বেলাল বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলেও শেষের দিকে হেরে যাচ্ছে। এটা মানসিক দুর্বলতার কারণেই হচ্ছে। তাই সাকিব-মুশফিকসহ দলের সকলকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে।
এক্ষেত্রে দল, মত, ধর্ম নির্বিশেষে দেশের সবার পূর্ণ সমর্থন প্রার্থনা করে টাইগারদের প্রতি সব সময়ের জন্য শুভ কামনা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪