ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ফিচার

আফগানিস্তানের বিপক্ষে যেমন একাদশ চান সাভারের সালাউদ্দিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, মার্চ ১৪, ২০১৪
আফগানিস্তানের বিপক্ষে যেমন একাদশ চান সাভারের সালাউদ্দিন

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের তালিকা পাঠিয়েছেন সাভারের আশুলিয়ার দেবুনাইর গ্রুপের আইটি এক্সিকিউটিভ সালাউদ্দিন।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ তালিকা পাঠান তিনি।


সালাউদ্দিন বলেন, টি-২০ তে আফগানিস্তানের সঙ্গে জেতার জন্য তামিম সাকিবদের নিয়ে দল গঠন করতে হবে।

এছাড়া এনামুল হক বিজয়, সামসুর রহমান শুভ, মুশফিক রহিম, নাসির হোসেন, মাহমুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, রুবেল হোসেন, আবদুর রাজ্জাক এবং মাশরাফি মুর্তুজা থাকতে পারে।

সবাই এক সঙ্গে মনোবল নিয়ে খেললে টাইগাররা জিতবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ম্যাচে জেতার জন্য এই দলই যথেষ্ট।

বাংলাদেশ সময়: ১২২৩ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।