ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

টাইগাররা শিরোপার দাবিদার, মন্তব্য রবির

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, মার্চ ১৪, ২০১৪
টাইগাররা শিরোপার দাবিদার, মন্তব্য রবির

ঢাকা: সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ হেরেছে সত্যি, কিন্তু তারা নিঃসন্দেহে ভালো ক্রিকেট খেলেছে। অতীতের ভুলগুলো কাটিয়ে উঠলে টাইগাররা শিরোপা জেতারও সামর্থ্য রাখে বলে মনে করেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের ক্রিকেটপ্রেমী রবি।



শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এমন অভিমত প্রকাশ করেন। একইসঙ্গে টাইগার ক্রিকেট দলের কাছে প্রত্যাশা ব্যক্ত করার সুযোগ করে দেওয়ায় ‘ক্রেজি ক্রিকেট সাপোর্টার’ টিমের পক্ষ থেকে বাংলানিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রবি বলেন, আমরা যদি অতীতের ভুলগুলো শুধরে নিতে পারি, তাহলে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিততে পারি আমরা। আমরা সেই দাবি করতে পারি।

তিনি বলেন, আমরা এখন বিশ্বের অন্যতম সেরা দল, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ, আমরা এখন কোনো দলকেই ভয় পাই না।

রবি বলেন, সম্প্রতি কিছু ভুলের কারণে আমরা অনেকগুলো ম্যাচ হেরেছি। কিন্তু এশিয়া কাপের মতো বড় আসরের দিকে চাইলে দেখা যাবে, আমরা ভারত ও পাকিস্তানের মতো শীর্ষ দলগুলোর সঙ্গে যথাক্রমে ৩২৬ ও ২৮০ রান সংগ্রহ করেছি। বোলিং দুর্বলতার কারণে হারলেও টাইগাররা শেষ পর্যন্ত লড়াই করেছে। এ থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে আমাদের।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।