প্রশ্ন: কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে বলে মনে করেন ক্রিটেক বিশ্লেষক অঘোর মন্ডল।
শুক্রবার বাংলানিউজে ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নেওয়া
গার্মেন্টস কর্মকর্তা মোহাম্মদ তুহিত আহম্মেদের এ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত দেন।
তুহিন তার মন্তব্যে শেন জার্গেনসেনের প্রতি অনাস্থা জানিয়ে বিদেশ থেকে আরো ভাল বোলিং-ফিল্ডিং কোচ আনা যায় কি না তা ভেবে দেখার অনুরোধ জানান।
জবাবে অঘোর মন্ডল বলেন, সব সফল কোচকেও একসময় সরে যেতে হয়। কারণ তারা উপলব্ধি করেন হয়তো তাদের আর নতুন কিছু দেওয়ার নেই। পেশাদার বিশ্ব্ ে একজন কোচ কতটা সফল তা যাচাই করা হয় তার দলের সাফল্য দেখে।
অঘোর মন্ডল বলেন, শেন জার্গেনসন একেবারে ব্যর্থ তা হয়তো বলা যাবে না। তার কোচিংয়ে এর আগে বাংলাদেশ খুব খারাপ ক্রিকেট খেলেনি। তবে এখন সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন করে ভাবনা চিন্তা করার। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে জার্গেনসনকে। এরপর বাংলাদেশ দলের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই চিন্ত এখন থেকেই করা উচিৎ বিসিবির।
তিনি মনে করেন, তবে দলে বোলিং-ফিল্ডিং এবং ব্যাটিং স্পেশালিস্ট কোচ বিদেশ থেকে আনার পাশাপাশি দেশি কোচদেরও প্রস্তুত করা উচিৎ আগামীতে জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য।
বিদেশি কোচের উপর বেশি নির্ভরশীল হয়ে ক্রিকেট শক্তি হিসেবে খুব বেশি দূর এগিয়ে য্ওায়া সম্ভব হবে না বলেও মনে করেন অঘোর মন্ডল।
তিনি আরো বলেন, বাংলাদেশের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার-আমিনুল ইসলাম বুলবুল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এখন বিদেশে কোচিং করাছেন। আমাদের ক্রিকেটাররাও যে ভাল কোচ হ্তে পারেন সে প্রমাণ তারা রাখছেন।
বিদেশি কোচ আনার পাশাপাশি দেশি কোচদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর বিষয়টি বিসিবির চিন্তা করা উচিৎ বলেও অভিমত এই ক্রিকেট বিশ্লেষকের।
**মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার
** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪