ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে টিমওয়ার্ক প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী ইব্রাহীম চৌধুরী।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ইব্রাহীম চৌধুরী বলেন, হার জিত খেলারই অংশ। তবে সেই হার যেন আফগানিস্তানের মত দলের সঙ্গে না হয়। বলবো না বাংলাদেশ বিশ্বকাপ জিতে যাবে। তবে সামর্থ্য অনুযায়ী সবটুকু উজাড় করে দিয়ে টিমওয়ার্ক দেখাবে এই প্রত্যাশা করছি।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪