ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাট, বল ও ফিল্ডিং নিয়ে নানা পরামর্শ দিয়েছেন ফাতাহ আসিফ।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এসব পরামর্শ দিয়েছেন।
ব্যাটিং প্রসঙ্গে ফাতাহ সাইফ বলেন, ম্যাচের প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারানো যাবে না। অ্যারিয়েল শটেও খেলা যাবে না। ব্যাটিং পাওয়ার প্লেতে কমপক্ষে ৫০ থেকে ৬০ রান নিতে হবে।
বোলিং নিয়ে এই তরুণ বলেন, অব্যশই শর্ট বল করা যাবে না। স্লগ ওভারে ইউর্য়ক টাইপের বল করতে হবে। বেশি গতিতে বল করা থেকেও বিরত থাকতে হবে টাইগারদের।
একই সঙ্গে বোলারদেরকে উইকেটকে লক্ষ্য করে বল করার পরামর্শ দিয়েছেন ফাতাহ আসিফ।
অন্যদিকে ক্যাচ মিস না করার অনুরোধ জানিয়ে টাইগারদের উদ্দেশে তিনি বলেন. ফিল্ডিংয়ের ক্ষেত্রে মিস ফিল্ডিং করা যাবে।
বাংলাদেশ সময়: ১২২৮ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪