ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে নাসির হোসেনের পরিবর্তে সাব্বির রহমানকে নেওয়ার দাবি জানিয়েছেন মো. রফিকুল ইসলাম।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ নাগরিকত মন্তব্যে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
রফিকুল ইসলাম বলেন, নাসির এই মুহূর্তে ভালো ব্যাটিং করতে পারছেনা। যদিও সে সাম্প্রতিক সময়ের একজন সফল ফিনিশার। কিন্তু বাস্তবতা বড় নিঠুর। বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটা অতি গুরুত্বপূর্ন। তাই আফগানদের বিপক্ষে সেরা একাদশ নিয়ে মাঠে নামা জরুরি। নাসিরের পরিবর্তে সাব্বির রহমানকে একাদশে নিলে ভালো হবে।
শ্রীকান্ত বিশ্বাস নামে আরেক পাঠক বলেন, বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে আরো বেশি দায়িত্বশীল হয়ে খেলা উচিত । কারণ অনেক খেলাতে তাদের দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায় না।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪