ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

স্পিন নির্ভরতা কমাতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মার্চ ১৪, ২০১৪
স্পিন নির্ভরতা কমাতে হবে

ঢাকা: ভালো পারফরমেন্সের জন্য দলে স্পিন নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফজলে রাব্বি।

শুক্রবার বাংলানিউজের নাগিরক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।



তিনি বলেন, কোন ম্যাচে কাকে খেলানো হবে এনিয়েও থাকে নানা সমস্যা। না বুঝেই একজনকে সিলেক্ট করা হয়। প্লেয়ার সিলেকশনে অধিনায়কদের মত নেওয়া হয় না। এক্ষেত্রে অধিনায়কের মত নেওয়া উচিৎ।

ফজলে রাব্বি বলেন, আমাদের প্লেয়ারদের নিজের ভালো খেলার আত্মবিশ্বাস নেই, তাই দল জেতার আত্মবিশ্বাসও তাদের থাকে না। নিজের খেলাটা ভালো খেলব, এমন আত্মবিশ্বাস থাকা চাই।

ফিল্ডিংয়ে প্লেয়াররা একদমই কাঁচা বলে মনে করেন তিনি। বলেন, একটি হার্ড শটে বল মাঠের বাইরে দিকে এগিয়ে যাচ্ছে, একটি ড্রাইভ দিলেই বলটি ধরা যায়, আর সেটা চার না হয়ে দুই বা তিন রানে আটকে যেত। এক্ষেত্রে আমাদের প্লেয়াররা একদম দাঁড়িয়ে থাকে, মজা নেয়। ভালো ফিল্ডিং জরুরি।

তিনি বলেন, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এটা একেবারে সত্য। আমাদের প্লেয়াররা প্রায়ই গুরুত্বপুর্ণ ক্যাচগুলো মিস করে। ক্যাচ মিস পরিহার করতে হবে।

তিনি বলেন, আমরা একদম স্পিন নির্ভর দল। শেষ ওভারগুলোতে ভালো পেস বোলার রাখা উচিত। আমাদের দলে স্পিনারের পাশাপাশি অন্তত দু’জন ভালো পেস বোলার রাখা উচিত।

ফজলে রাব্বি আরও বলেন, একজন আউট হয়ে গেলে আমাদের দলের বাকি প্লেয়াররা খুব চাপে পড়ে যায়। তখন এরা দলের হাল ধরে না এবং একইভাবে পরপর আউট হয়। ক্রিজে টিকে থাকাটা শেখা জরুরি। দলের কাছে আমার প্রত্যাশা আমাদের প্রতিটি প্লেয়ার ভালো খেলবে এবং আমরা ফাইনালে যাব ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।